কয়রায় বজ্রপাত প্রতিরোধে তালবীজ রোপন কর্মসূচির উদ্বোধন

0
299

কয়রা(খুলনা)প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সরেজমিন গবেষণা বিভাগ এমএলটি সাইট কয়রার উদ্যোগে প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী বজ্রপাত নিরোধক তালবীজ রোপন সূচির উদ্বোধন করা হয়েছে। গোপালগঞ্জ জেলায় বিএআরআই এর কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন ও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পরিবেশ উপযোগী গবেষণা কার্যক্রম জোরদার করনের মাধ্যমে কৃষি উন্নয়ন শীর্ষক প্রকল্পের অর্থায়নে রাস্তার দুপাশে এ সকল তাল গাছের বীজ বপন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টায় কয়রা শাকবাড়িয়া স্কুল এন্ড কলেজ থেকে ৬নং কয়রা লঞ্চঘাট সংলগ্ন রাস্তার পার্শ্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ কর্মসূচির কার্যক্রম উদ্বোধন করেন কয়রা সদর ইউপি চেয়ারম্যান মোহাঃ হুমায়ন কবির। এসময় তিনি তাল বীজ রোপনের গুরুত্ব তুলে ধরে বলেন,বজ্রপাত রোধক,বয়স্ক তাল গাছ৬০-৭০ ফুট লম্বা হওয়ায় ঝড়,সাইক্লোন,থেকে রক্ষা করে থাকে।এমনকি কচি তাল বিপনন করে অর্থ উপার্জন করা সম্ভাব।পাকা তালের রস সু-স্বাদু খাবার হিসাবে ব্যবহৃত হয়।এছাড়া রস দিয়ে তৈরী হয় হরেক রকমের পিঠা,পায়েশ ও হালুয়ার স্বাদই অন্য রকম। এছাড়া তিনি তাল গাছের অনেক গুনাগুণের কথা তুলে ধরেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরেজমিন গবেষণা বিভাগ বিএআরআই খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও উপ-প্রকল্প পরিচালক ড.মোঃ হারুনর রশিদ। সরেজমিন গবেষনা বিভাগের বৈজ্ঞানিক সহকারী মোঃ জাহিদ হাসানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী, শেখ কওছার আলম, আজিজুল ইসলাম, ইউপি সদস্য হরেন্দ্রনাথ সরকার, সমাজ সেবক সরদার হযরত আলী, আঃ মজিদ, আশরাফুল ইসলাম, মোজার সরদার, গোলাপ গাজী, আবুল কাশেম সরদার, মিজানুর রহমান প্রমুখ।