কয়রায় করোনা প্রতিরোধে জনসচেতনতায় স্থাপন করা হয়েছে হ্যান্ড ওয়াশ বেসিন

0
276

কয়রা প্রতিনিধি :
করোনা প্রতিরোধে সতর্কতা ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে করোনা সংক্রমণ মোকাবেলায় কয়রা উপজেলা পরিষদ চত্বরে কয়রা উপজেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর বাস্তবায়নে হ্যান্ড ওয়াশ বেসিন স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১০টায় উপজেলা পরিষদের নিচ তলার মুল ফটকে বেসিনের কার্যক্রম উদ্ধোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামুলক কর্মকান্ড হিসাবে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরগুলোতে আগত সেবা গ্রহনকারী ও সেবা প্রদানকারীরা প্রবেশ ও বের হওয়ার সময় নিয়মিত হাত ধোয়া নিশ্চিত করতে এই ব্যবস্থা গ্রহন করা হয়েছে। জীবাণু থেকে বাঁচাতে ভালোভাবে হাত পরিষ্কার করার বিকল্প নেই। করোনার সার্বিক পরিস্থিতির বিষয়ে তিনি বলেন “করোনা ভাইরাসের সংক্রমন রোধ ও এর প্রভাব ঠেকাতে সরকার ঘোষিত সবধরনের ব্যবস্থা গ্রহন করছি। আর করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতাই মূল উপায়। নিজে বাচঁতে হবে এবং অন্যকেও বাচাঁতে হবে। সে লক্ষ্যে প্রবাসী ও জেলার বাইরে থেকে আসা মানুষদের কোয়ারেন্টাইনে থাকার পরার্মশ, সামাজিক নিরাপদ দুরত্বসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রনে রাখতে প্রতিদিনই বাজার মনিটরিং ও ভাম্যমান আদালত পরিচালনা অব্যাহত আছে। এ সময় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী প্রশান্ত পাল সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উপজেলা পরিষদের মুল ফটকে এই হ্যান্ড ওয়াশ বেসিন স্থাপনে মহতি উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী।