কোভিড-১৯: যুক্তরাষ্ট্রে টানা দ্বিতীয় দিনের মত রেকর্ড রোগী শনাক্ত

0
156

টাইমস বিদেশ :
প্রেসিডেন্ট নির্বাচনের ডামাডোলের মধ্যে টানা দ্বিতীয় দিনের মত রেকর্ড কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। রয়টার্সের টালি বলছে, গত বৃহস্পতিবার সব মিলিয়ে ১ লাখ ২০ হাজার ২৭৬ জনের দেহে নতুন করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, যা মহামারি শুরুর পর যুক্তরাষ্ট্রে এক দিনের সর্বোচ্চ। মঙ্গলবার ভোটের পরদিন বুধবার গণনার মধ্যেই রেকর্ড ১ লাখ ২ হাজার ৫১৯ জন নতুন রোগী শনাক্তের খবর এসেছিল, বৃহস্পতিবারের হিসাব সেই সংখ্যাকেও ছাপিয়ে গেল। নির্বাচন ঘিরে উত্তেজনায় করোনাভাইরাস সঙ্কট গত কিছুদিন ধরে অনেকটা আড়ালে পড়ে গিয়েছিল যুক্তরাষ্ট্রে। তবে ভোটের জমায়েত যে এ রোগের বিস্তার আরও বাড়িয়ে দিতে পারে, সে আশঙ্কা আগে থেকেই ছিল। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হালনাগাদ তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে শনাক্ত রোগীর সংখ্যা ৯৬ লাখ ৬৯ হাজার ছাড়িয়ে গেছে। মৃত্যু হয়েছে ২ লাখ ৩৪ হাজারের বেশি মানুষের। শনাক্ত রোগীর সংখ্যা ও মৃত্যু- দুদিক দিয়েই বিশ্বে অন্য সব দেশের চেয়ে অনেক এগিয়ে যুক্তরাষ্ট্র। রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রে গত সাত দিনের মধ্যে তিন দিনই এক লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার ৫০টি রাজ্যের মধ্যে ২০টিতেই দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা রেকর্ড সংখ্যায় বৃদ্ধি পেয়েছে। ফলে চাপ বেড়েছে এসব রাজ্যের হাসপাতালগুলোতে। আসছে ২৬ নভেম্বর থ্যাংসগিভিং পরবের দিনে আনুষ্ঠানিকতা বাদ দেওয়ার কথাও ভাবতে শুরু করেছে অনেক পরিবার। বিবিসি জানিয়েছে, পুরো যুক্তরাষ্ট্রজুড়ে ৫০ হাজারের বেশি মানুষ এখন করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি। এই সংখ্যা গত অক্টোবরের চেয়ে ৬৪ শতাংশ বেশি।