কোভিড-১৯: মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট গাইয়ুম আক্রান্ত

0
209

খুলনাটাইমস বিদেশ : মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মামুন আবদুল গাইয়ুম নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার রাতে এক টুইটে তিনি নিজেই এ খবর জানিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে। টুইটে তিনি বলেছেন, “পরীক্ষায় আমার কোভিড-১৯ পজিটিভ এসেছে। মহান আল্লাহ আমার ও অসুস্থ অন্যান্যের দ্রæত আরোগ্য ও সুস্বাস্থ্য লাভে সহায় হোন।” বর্তমানে ৮১ বছর বয়সী গাইয়ুম ১৯৭৮ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত টানা ৩০ বছর ধরে মালদ্বীপের প্রেসিডেন্ট ছিলেন। এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা নেতাদের অন্যতম তিনি। তার পরিবারের সদস্যরা রয়টার্সকে জানিয়েছেন, সোমবার রাতে তার জ¦র আসার পর মঙ্গলবার সকালে চিকিৎসকদের পরামর্শে তিনি কোভিড-১৯ পরীক্ষা করান। গাইয়ুম ভালোই আছেন এবং তাকে রাজধানী মালেতে নতুন তৈরি করা ধারুমাভন্থ হাসপাতালে ভর্তি করা হতে পারে বলে জানিয়েছে পরিবারের একজন সদস্য। পর্যটন খাতের ওপর নির্ভরশীল মালদ্বীপ জুনে রাজধানী থেকে লকডাউন তুলে নিয়েছিল। এরপর জুলাইতে পর্যটকদের জন্য সীমান্ত খুলে দেয়। লকডাউন তুলে নেওয়ার পর থেকে দেশটিতে কোভিড-১৯ রোগীর সংখ্যা বাড়তে শুরু করে। এখন তা তিনগুণ হয়ে দাঁড়িয়েছে আর মৃত্যুর সংখ্যা ৫ থেকে বেড়ে ২৮ হয়েছে। মালদ্বীপের স্বাস্থ্য সুরক্ষা সংস্থা জানিয়েছে, দেশটিতে শনাক্ত মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা ৭ হাজার ৪৭ জন এবং তাদের মধ্যে ২ হাজার ৫৮০ জন এখন চিকিৎসাধীন আছেন। গত বছর দেশটিতে প্রতিমাসে গড়ে এক লাখেরও বেশি পর্যটক গিয়েছিল কিন্তু চলতি মাসের ১৫ অগাস্ট পর্যন্ত মাত্র ৫ হাজারের মতো পর্যটক দেশটি ভ্রমণে গিয়েছে বলে মালদ্বীপের অভিবাস সংস্থা নিশ্চিত করেছে।