কোভিড-১৯: বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান কোয়ারেন্টিনে

0
165

টাইমস বিদেশ :
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস এক ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন পরে পরীক্ষায় যার কোভিড-১৯ পজিটিভ এসেছে। রোববার এক টুইটে তেদ্রোস নিজেই এমনটি জানিয়েছেন। তারপর থেকে স্বেচ্ছা কোয়ারেন্টিনে আছেন তিনি। তার মধ্যে উপসর্গের কোনো লক্ষণ দেখা যায়নি এবং তিনি ভালো আছেন বলে জানিয়েছেন। টুইটে তিনি বলেছেন, “আমি পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ আসা এক ব্যক্তির সংস্পর্শে ছিলাম বলে শনাক্ত হয়েছি। আমি ভালো আছি, কোনো উপসর্গও নেই। ডব্লিউএইচওর গাইড লাইন মেনে আসছে কিছু দিন স্বেচ্ছা-কোয়ারেন্টিনে থাকবো আর বাড়ি থেকে কাজ করবো।” বিশ্বময় ছড়িয়ে পড়া করোনাভাইরাস মহামারীর বিরুদ্ধে জাতিসংঘের স্বাস্থ্য সংস্থাটির লড়াইয়ের উদ্যোগে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তেদ্রোস। গত বছরের শেষ দিকে চীনে ভাইরাসটি আবির্ভূত হওয়ার পর থেকে কোভিড-১৯ মহামারীতে বিশ্বব্যাপী প্রায় ১২ লাখ লোকের মৃত্যু হয়েছে।