কোদন্ডা হাইস্কুলে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

0
370

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার সদর ইউনিয়নের কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ে করোনা ভাইরাস সংকটকালীন পরিস্থিতি প্রতিরোধে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবারর সকালে কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয় চত্ত্বরে এ্যালামনাই এ্যাসোসিয়েশন ও শিক্ষক-কর্মচারীদের অর্থায়নে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। কোদন্ডা, আদালতপুর, দূর্গাপুর, পূর্ব চাম্পাফুল, বালাপোতা, সবদলপুর ও গুচ্ছগ্রামের অসহায় ও হতদরিদ্র ১৩০টি পরিবারের মাঝে ১০ কেজি চাউল, ৫০০ গ্রাম ডাউল, ২ কেজি আলু, ৫০০ গ্রাম তেল, লবন ৫০০ গ্রাম ও ১টি সাবান বিতরণ করা হয়। বিতরণকালে, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিন্দ্র নাথ বসাক, প্রধান শিক্ষক দুখীরাম ঢালী, শিক্ষক বিভুতি ভূষণ মিস্ত্রী, বিধান চন্দ্র মন্ডল, সুকুমার মল্লিক, অতিফুন ইসলাম, নৃপেন্দ্র নাথ সরকার, এ্যালামনাই এ্যাসোসিয়েশনের সুব্রত সরকার, দিলীপ মন্ডল, সত্যজিত মল্লিক, নিমাই মন্ডল, তুলসী বাইন, প্রদীপ সরকার, সাঈদ ও নিত্যানন্দ প্রমূখ উপস্থিত ছিলেন। উপজেলার সর্বপ্রথম এ্যালামনাই এ্যাসোসিয়েশন ও শিক্ষক-কর্মচারীদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন খাদ্য সামগ্রী নিতে আসা অসহায় পরিবারগুলো ও এলাকার সুধীজন।