শরণখোলায় ইমাম-মুয়াজ্জিন পেলো প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান

0
421

শরণখোলা প্রতিনিধি:
শরণখোলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেয়া আর্থিক অনুদান পেলো ৪৪৬ জন ইমাম-মুয়াজ্জিন। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর পক্ষে আনুষ্ঠানিকভাবে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন ইমাম-মুয়াজ্জিনদের প্রত্যেকের হাতে ৫ হাজার টাকার এ সহায়তার চেক প্রদান করেন।
শরণখোলা ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা করেন, শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা, ধানসাগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইনুল ইসলাম টিপু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রণজিৎ কুমার সরকার, শরণখোলা ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোহাম্মাদ মাসুম বিল্লাহ, এম সি মোঃ আরাফাত হোসেন, জি সি মোঃ কবির হেসেন, উপজেলা ইসলামী ফাউন্ডেশন শিক্ষক সমিতির সভাপতি হাফেজ মহিউদ্দিন ও সাধারাণ সম্পাদক ইমাম হোসেন ।
ইউএনও জানান, করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে সরকার প্রধানের দেয়া এ অনুদানের ৫ হাজার টাকা প্রতিটি মসজিদের ইমাম ও মুয়াজ্জিন ভাগ করে নিবেন ।