কেসিসি-যোগিপোল এবং গিলাতলা জাতিয় পার্টির যৌথ প্রতিবাদ সভা

0
492

ফুলবাড়ীগেট প্রতিনিধি : মহানগর জাতিয় পার্টির কর্তৃক দলীয় গঠনতন্ত্র লঙ্গন করার প্রতিবাদে কেসিসি ২নং ওয়ার্ড, যোগিপোল ইউনিয়ন এবং ১নং আটরা গিলাতলা ইউনিয়ন জাতিয় পার্টির উদ্যোগে বুধবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৬টায় গিলাতলা ডাক্তার বাড়ির দলীয় নিজস্ব কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর জাপার সদস্য ও খানজাহান আলী থানার যুগ্ন আহবায়ক মোল্যা কামরুজ্জামান রজব। ১নং আটরা গিলাতলা ইউনিয়ন জাপার সভাপতি আঃ রফিক হাওলাদারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা জাপার সদস্য সচিব হাকিম আর এস হাফিজ। বক্তৃতা করেন, ফকির লুৎফর রহমান, সজিব আহম্মেদ রাজু, জাহিদুল ইসলাম, পলাশ চৌধরী, আল আকবার মোল্যা, কামরুল ইসলাম, ডাক্তার মনোয়ার হোসেন, জসিম জমাদ্দার, মোঃ মাসুম, মানোয়ার হোসেন, মোঃ ইব্রাহিম, লিটন, ওমর, স্বপন হাওলাদার, আঃ মজিদ প্রমুখ। সভায় মহানগর জাপার আহবায়ক এবং সদস্য সচিব কর্তৃক যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে গত ৬ নভেম্বর তারিখে চার থানার সম্মেলন প্রস্তুত কমিটিকে বিলুপ্ত করেন। কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশের পরের দিন মহানগর জাপার আহবায়ক এক সিদ্ধান্তে সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থি ভাবে খানজাহান আলী থানার সদস্য সচিবকে সরিয়ে কমিটির সদস্য সচিব পদে তার মদোপুষ্ট অন্যজনকে গঠনতন্ত্র পরিপন্থি ভাবে একক সিদ্ধান্তে দায়িত্ব প্রদান করার নেতৃবৃন্দ তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন দলের ভাবমুর্তি এবং সংগঠনের দলীয় নেতা-কর্মিদের মধ্যে বিভক্তি সৃষ্টি করার চক্রান্তকারীদের প্রতিহত সহ গঠনতন্ত্র পরিপস্থি আহবায়কের সিন্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে অবিলম্বে পুর্বের সিদ্ধান্তে বহাল রাখার দাবী জানান।