কেসিসি’র লাইসেন্স শাখায় অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক

0
497

নিজস্ব প্রতিবেদক : অনিয়মসহ লাইসেন্স করতে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ পেয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) লাইসেন্স শাখায় অভিযান চালিয়েছে। এসময় দুদক অভিযোগের সত্যতা পেয়েছে। বুধবার দুপুরে কেসিসির লাইসেন্স শাখায় অভিযান চালায় দুদক।
দুদকের খুলনা আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক শাওন মিয়া বলেন, দুর্নীতি ও অনিয়মসহ নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয় কেসিসির লাইসেন্স শাখায়। সেখানে গিয়ে কাগজপত্রে অনেক অনিয়মসহ লাইসেন্স করার ক্ষেতে অবৈধভাবে অর্থ আদায়ের সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে মামলা দায়ের করার জন্য দুদকের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে বলে জানান তিনি।
তবে এই বিষয়ে কথা বলতে গেলে কেসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা আব্দুর রহমান জানান, দুদক কি কারণে অভিযান চালিয়েছে তা আমি জানি না। তাদের কাছ থেকেই জেনে নিন।
এদিকে, কেসিসিতে দুদকের অভিযানের ফলে দুর্নীতিগ্রস্থ অনেক কর্মকর্তা-কর্মচারীদের মাঝে আতঙ্ক বিরাজ করতে দেখা গেছে।