কেশবপুরে মিষ্টি ব্যবসায়ীর নিকট চাঁদা দাবি : থানায় অভিযোগ

0
221

কেশবপুর প্রতিনিধি:
কেশবপুরে মিষ্টি ব্যবসায়ি মিন্টু ঘোষের নিকট চাঁদা দাবি। চাঁদা দিতে অস্বীকার করায় ড্রাইভারকে মারপিট ও গাড়িতে থাকা কাঁচা দুধ, ছানা ও দইয়ের দুধ নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মিষ্টি ব্যবসায়ি মিন্টু ঘোষ বাদী হয়ে বুধবার কেশবপুর থানায় চাঁদাবাজদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, রুবদিয়া বাজারের সাতক্ষীরা ঘোষ ডেয়ারী মালিক সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া গ্রামের মৃত দীলিপ ঘোষের ছেলে মিন্টু ঘোষ প্রতিদিনের ন্যায় কেশবপুর উপজেলার সরসকাটী বাজার হয়ে নসিমন যোগে ওই দোকানের মিষ্টি তৈরির জন্য কাঁচা দুধ, ছানা ও দইয়ের দুধ নিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে গত মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে উপজেলার বরণডালী গ্রামের চাঁদাবাজ ইসলাম আলী গাজী (৫৫) ও তার ছেলে লিটন গাজী (৩০) মিষ্টি ব্যবসায়ি মিন্টু ঘোষের কাঁচা দুধ, ছানা ও দইয়ের দুধ বহনকারী নসিমনের গতিরোধ করে তাদের ধার্যকৃত মাসিক ২ হাজার টাকা চাঁদা চাইলে কথাকাটাকাটির এক পর্যায়ে চাঁদাবাজরা নসিমনের চালক কামরুল গাজীকে চড় থাপ্পড়সহ এলোপাতাড়ী ভাবে মারপিট করে। এ সময় চাঁদার টাকা না পেয়ে চাঁদাবাজরা নসিমনে থাকা কাঁচা দুধ, ছানা ও দইয়ের দুধ চাঁদাবাজরা নষ্ট করে প্রায় ৩৫ হাজার টাকার ক্ষতিসাধন করে। এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে চাঁদাবাজরা বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। নসিমনের চালক কামরুল গাজী স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। চাঁদা দাবির বিষয়ে লিটন গাজীর ব্যবহৃত ০১৭৪০-৯১২৫৯৮ নম্বর মোবাইল ফোনে বক্তব্য নেওয়ার জন্য বার বার ফোন দিলেও ফোন রিসিভ না করার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে লিটন গাজীর ব্যবহৃত ০১৭৪০৯১২৫৯৮ নম্বর মোবাইল ফোন তার ভাই রিপন গাজী রিসিভ করে বলেন, আমার বাবা ও ভাইয়ের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সঠিক নয়। অহেতুক হয়রানি করার জন্য এ অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীন বলেন, চাঁদা দাবির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।