কেশবপুরে প্রতিপক্ষরা আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমির কাঁচাপাকা ধান জোরপূর্বক কর্তন

0
188

কেশবপুর প্রতিনিধি:
কেশবপুর উপজেলার বুড়িহাটি গ্রামে আনার আলী খাঁর রোপনকৃত বিরোধপূর্ণ জমির কাঁচাপাকা ধান আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জোর পূর্বক কেটে নিয়েছে প্রতিপক্ষরা। এলাকাবাসী ও অভিযোগ সুত্রে জানাগেছে উপজেলার বুড়িহাটি গ্রামের মৃত জনাব আলী খাঁর ছেলে আনার আলী খা ৩২ নং বুড়িহাটি মৌজার ১৭ টি দাগের ১ একর ৫৯ শতক জমি গত ৪৮ বছর যাবত ভোগদখল করে আসছে। প্রতিপক্ষ বাবর আলী খার ছেলে শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, মফিজুর রহমান, রিজাউল, কেশর খার ছেলে তছির উদ্দিন, নূর আলী খার ছেলে আজগর আলী, আলমগীল হোসেন, আজগর আলী ছেলে সোহাগ হোসেন বিজ্ঞ আদালতে মামলা দায়ের করে। যার নং পি- ২৭৯/২১ এবং স্মারক নং- ৫৭৯, ফৌঃ কাঃ বিঃ ১৪৪/১৪৫, তারিখ: ১৬.০২.২০২১। চলতি বছর বোর মৌশুমে আনার আলী খাঁ উক্ত জমিতে বোরোধান রোপন করেন। আনার আলী খাঁ জানান গত শুক্রবারে কেশবপুর থানার ওসি তদন্ত ওয়াহিদুজ্জামানের উপস্থিতিতে শফিকুল ইসলামের নেতৃত্বে রাজু, তছির, রেজাউল, কুদ্দুস, মতলেব, রাজ্জাক, মিজানুর, রানাসহ ১৫/২০ জনের দুর্বৃত্ত উক্ত বিরোধপূর্ণ ৪৫৮ খতিয়ানের ১৩৩৪, ১৩৩৯, ১৩৪১, ১৩৪৪, ১৩৪৫, ১৩৫১, ১৩৫৫, ১৩৫৬, ১৩৮৫, ১৪১৭, ৩৯ খতিয়ানের ২৬২, এবং ৪৫৯ খতিয়ানের ২৯১, ২৯৪, ২৯৭, ৮৬২, ১৩১৯, ও ১৩২৬ দাগের ১৫৯ শতকের মধ্যে বিরোধপূর্ণ জমি ৩৯ শতক। এমধ্যে ২৬ শতক জমির জমির কাঁচাপাকা ধান জোর পূর্বক কেটে নিয়ে যায়। এ ব্যাপারে ওসি তদন্ত ওহিদুজ্জামান বলেন শান্তিশৃংখলা রক্ষার্থে থানা পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।