কেশবপুরে ইউনিয়ন পর্যায়ে করোনা টিকা কার্যক্রমের উদ্বোধন করেন: শাহীন চাকলাদার, এমপি

0
139

কেশবপুর প্রতিনিধি:
কেশবপুরে ইউনিয়ন পর্যায়ে গণটিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর- ৬ আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার শনিবার সকালে উপজেলার পাঁজিয়া ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পর্যায়ে গণটিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। করোনা টিকা কার্যক্রমের উদ্বোধন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যুরালের ভিত্তি প্রস্তর স্থাপন ও কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার ব্যাংক ও হাইফ্লো নেজাল ক্যানোলা স্থাপনের শুভ উদ্বোধন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আলমগীর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রুহুল আমীন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবু সাঈদ লাভলু, ইউনিয়ের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা এবং কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারীগণ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাগেছে, করোনাভাইরাসের টিকা প্রয়োগ কার্যক্রমের অংশ হিসেবে প্রতিটা ইউনিয়নে ৬০০ জনকে টিকা দেওয়া হবে। উপজেলার ৯টি ইউনিয়নে ৫ হাজার ৪৩৭ জন টিকা গ্রহণ করেছেন।

খুলনা টাইমস/এমআইআর