কেশবপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘের দখলের চেষ্টা!

0
175

কেশবপুর প্রতিনিধি:
কেশবপুরে পল্লীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অন্যের মাছের ঘেরে পাট চাস করে, স্যালো ম্যাশিনে সেচ দিয়ে জোরপূর্বক ঘরে দখলের চেষ্টা অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে ঘের মালিক ও জমির মালিক লিয়াকতের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। প্রাপ্ত অভিযোগে জানাগেছে উপজেলার হাসানপুর ইউনিয়নের বুড়েহাটি গ্রামের আসাদুল সরদারের ছেলে রিপন সরদার বুড়েহাটি বিলে একটি পুকুর সহ ৩শ শতক জমি নিয়ে ৩ বছর চুক্তিতে মাছের ঘের করে গত এক বছর মাছের চাষ করে আসছে। চুক্তির দুই বছর বাকী থাকতে ঘেরের অন্যতম জমির মালিক মৃত নওয়াব আলী সরদারের ছেলে লিয়াকত আলী সরদার ঘেরের চুক্তি ভঙ্গ করে বোরো ধান কাটার পর ঘেরের জমিতে পাট চাষ করে এবং লিয়াকত আলী উক্ত ঘেরের জমির উপর বিজ্ঞ আদালতের মাধ্যমে ১৪৪ ধারা জারী করে যার নং পি ৫৮৭/২১,স্বারক নং ১২২২ তাং ১৯/০৫/২০২১।

আদালতের নিষেধাজ্ঞার নির্দেশ পাওয়ার পর কেশবপুর থানার এস আই শেখ আশরাফুল আলম এক নোটিশের মাধ্যমে শান্তিশৃংখলা বজায় রাখার স্বার্তে স্ব স্ব অবস্থানে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেন এবং আগামী ১৯ জুলাই শুনানির দিন ধার্য করেন। লিয়াকত আলী সরদার নিজেই আদালতের মাধ্যমে ১৪৪ ধারা জারী করে নিজেই আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘরে ২৪ জুন স্যালোস্যাশিন দিয়ে সেচ দিয়ে ঘেরের জমি জবর দখলের চেষ্টা করছে। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এব্যাপারে লিয়াকত আলী সরদার জানান ঘের মালিক ঘেরের চুক্তি ভঙ্গ করার কারনে তাঁকে আর ঘরে দিবনা তাই জমিতে পাট চাষ করেছি এবং ঘেরে সেচ দিয়ে পাট রক্ষার চিষ্টা করছি। ঘের মালিক রিপন সরদার জানান আমার ঘেরের এখন দু’বছর মেয়াদ রয়েছে। এর মধ্যে ঘের কেউ দখল নেওয়ার চেষ্টা করলে আমি তা প্রতিহত করবোই।

খুলনা টাইমস/এমআইআর