কেএমপি সদর দপ্তরে অগ্নি নির্বাপন মহড়া

0
34

নিজস্ব প্রতিবেদক
বৃসস্পতিবার (২৮ মার্চ) সকাল ১০টা ১০ মিনিটে কেএমপি’র হেডকোয়ার্টার্সে খুলনা মেট্রোপলিটন পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন খুলনা সদর, খুলনার যৌথ উদ্যোগে জরুরী মূহুর্তে অগ্নি প্রতিরোধ ও নির্বাপন বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং তাৎক্ষণিক কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য অগ্নি নির্বাপণ প্রশিক্ষণ বিষয়ক সচেতনতামূলক সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।


এ সময় সিভিল ডিফেন্স স্টেশন খুলনা সদর, খুলনার পক্ষ থেকে সকলকে অগ্নি নির্বাপন প্রশিক্ষণ—সহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়েছে।
উক্ত অগ্নি নির্বাপন প্রশিক্ষণ বিষয়ক সচেতনতামূলক মহড়ায় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) মোছাঃ তাসলিমা খাতুন; অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (সদর) পলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান, পিপিএম—সেবা; সহকারী পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ আশরাফ হোসেন; সিনিয়র স্টেশন অফিসার মোঃ নজরুল ইসলাম; খুলনার ওয়্যার হাউজ ইন্সপেক্টর জনাব মোঃ নাজমুস সাদাত—সহ কেএমপি’র বিভিন্ন স্তরের পুলিশ অফিসারবৃন্দ ও ফোর্স উপস্থিত ছিলেন।