কেএমপির লবণচরা থানার অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ গ্রেফতার ২

0
154

নিজস্ব প্রতিবেদক:
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) লবণচরা থানা পুলিশ কর্তৃক ২ টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ ২ জন আসামী গ্রেফতার হয়েছে।
জানা গেছে, লবণচরা থানার একটি চৌকস টিম লবণচরা থানাধীন সাচিবুনিয়া বিশ^রোড মোড়ে চেকপোষ্ট ডিউটি করার সময় লবণচরা থানার মামলা নং-২৬, তাং-২৫/১০/২০২৩ খ্রিঃ, ধারা-৪১৩/৪১১ পেনাল কোড মামলার আসামী রূপসা কালিবাড়ি খেয়াঘাট রাজাপুর গ্রামের সেলিম হাওলাদারের ছেলে মোঃ শাওন হাওলাদার @ ডার্ভি (২২)’কে একটি লালর রঙের বাজাজ পালসার ১৫০ সিসি রেজিস্ট্রেশন বিহিন চোরাই মোটর সাইকেল, যাহার ইঞ্জিন নং- DHYWIC84836, চেসিস নং-PSUA11CY5KTK02652 সহ গ্রেফতার করে।
আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে আসামী জানায় যে, আর একটি চোরাই ZONGSHEN মোটর সাইকেল যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ল-২৩-৯৯২৩, যাহার চেসিস নং—-*LX8PCKM02DF0001B0, ইঞ্জিন নম্বর অস্পষ্ট, খুলনা সদর থানাধীন রেল স্টেশনের পাশে কারেন্ট মিস্ত্রি দুলাল এর বাড়ীর ভাড়াটিয়া কামাল আকন ও মুক্তা বেগম দম্পতির ছেলে আসামী নূর হোসেন (১৯) এর বাসায় আছে বলে জানায়। এমন তথ্যের ভিত্তিতে ১নং আসামী সহ লবণচরা থানার টিম নূর হোসেন (১৯) এর বাসায় অভিযান পরিচালনা করে আসামীর বাসা হইতে মোটর সাইকেলটি উদ্ধার করে ও আসামীকে গ্রেফতার করে।
উল্লেখ্য, উক্ত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধীক চুরি ও দস্যুতা মামলা রয়েছে। আসামী মোঃ শাওন হাওলাদার @ ডার্ভি (২২) এর বিরুদ্ধে ১। খুলনা এর ডুমুরিয়া থানার ,এফআইআর নং-৩/৭৯, তারিখ- ০১ এপ্রিল, ২০২২; ধারা- ৩৯২ পেনাল কোড-১৮৬০; ২। কেএমপি এর খুলনা সদর থানার ,এফআইআর নং-৯, তারিখ- ০৩ মে, ২০২৩; ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড, ১৮৬০; ৩। কেএমপি এর খুলনা সদর থানার ,এফআইআর নং-৭, তারিখ- ০৮ জানুয়ারি, ২০২৩; ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড, ১৮৬০; ৪। খুলনা এর রূপসা থানার ,এফআইআর নং-১১/১১, তারিখ- ১৭ জানুয়ারি, ২০২১; ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড-১৮৬০ পাওয়া গেছে।
এছাড়া অপর আসামী নূর হোসেন (১৯) এর এর বিরুদ্ধে খুলনা রেলওয়ে জেলা এর খুলনা রেলওয়ে থানার মামলা নং-০৩, তাং-২২/০২/২০২৩ খ্রিঃ, ধারা-৩৭৯ পেনাল কোড পাওয়া গেছে।