কুল্যা-বাঁকা-তেতুলিয়া সড়কে ২ ঘন্টা ইজিবাইক-ভ্যান চলাচল বন্ধ

0
551

আশাশুনি প্রতিনিধি :
আশাশুনি উপজেলার কুল্যা টু বাঁকা-তেতুলিয়া সড়কে দু’গ্রুপের দ্বন্দ্বের কারণে চালককে মারপিট ও ভ্যান আটকে দেওয়ার কারনে ২ ঘন্টা ইজিবাইক ও ইঞ্জিন ভ্যান চলাচল বন্ধ ছিল। শুক্রবার সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত সড়ক বন্ধ রাখা হয়। কুল্যার মোড়ে ইজিবাইক সমিতি ও হলদেপোতা মোড়ে ইঞ্জিন ভ্যান গ্যারেজ সমিতি সড়কে ইজিবাইক ও ভ্যান চলাচল নিয়ন্ত্রণ করে থাকে। উভয় সমিতি যৌথভাবে তাদের গাড়ি চলাচলের নিয়ম করে চলাচল নিয়ন্ত্রণ করে থাকে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে কুল্যার মোড়ের ইজিবাইক চালক জহির উদ্দিন (৪৭) তেতুলিয়া থেকে হলদেপোতায় গিয়ে যাত্রী নামিয়ে কুল্যার মোড়ে আসার প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় সেখানের শুকুর আলীসহ আরো কয়েকজন তার গাড়ির চাবি তুলে নিয়ে তাকে মারপিট করেন। এ ঘটনার জের ধরে শুক্রবার বেলা ১০ টায় হলতেপোতা থেকে আসা গাড়ি কুল্যার মোড়ে আটকে দেওয়া হয়। এতে দু’ঘন্টা ইজিবাইক ও ভ্যান চলাচল বন্ধ হয়ে গেলে যাত্রীরা ভোগান্তিতে পড়ে। পরে হলতেপোতার পক্ষে সাজ্জাদুল হক টিটল ঘটনাস্থলে এসে আগামী রবিবার বিষয়টি নিয়ে বসে ফয়সালা করার সিদ্ধান্ত গ্রহন করলে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।