কুল্যা ইউপিতে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ

0
321

মইনুল ইসলাম:
আশাশুনি উপজেলার ০৩ নং কুল্যা ইউনিয়ন পরিষদে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ পাওয়া গেছে। জানাগেছে, মঙ্গলবার সকালে জাতীয় পতাকাটি উত্তোলন করা হয়। কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাত হলেও জাতীয় পতাকাটি একই ভাবে ঝুলছে ইউনিয়ন পরিষদের পতাকার স্টান্ডে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে স্থানীয়রা স্ট্যান্ডে জাতীয় পতাকা উত্তোলন অবস্থায় দেখতে পেয়ে সাংবাদিকদের খবর দেয়। তৎক্ষনাত সাংবাদিকরা স্থানীয়দের সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন জাতীয় পতাকার অবমাননার দৃশ্য। সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকার প্রতি এমন অশ্রদ্ধা দেখে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হতে দেখাগেছে। স্থানীয়রা জানান, ইউনিয়ন পরিষদে অফিস সময়ে ঠিকমত পতাকা উত্তোলন করা হয় না। আর উত্তোলন করলেও সময় মত পতাকা নামানো হয় না। এ নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা ঝড় বইছে। জাতীয় পতাকা অবমাননার বিষয়ে প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম পান্না’র কাছে জানতে চাইলে তিনি জানান, গ্রাম পুলিশের জাতীয় পতাকা নামানোর কথা ছিল। কিন্তু হয়তো নামাতে ভূলে গেছে। আমি তাকে ফোন দিয়ে বলে দিয়েছি এক্ষুনি নামানোর জন্য।