কুল্যায় হোম কোয়ারেন্টাইন তদারকিতে ইউপি চেয়ারম্যান

0
327

মইনুল ইসলাম, আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে বিদেশ ফেরত প্রবাসীদের বাড়ী বাড়ী গিয়ে হোম কোয়ারেন্টাইন তদারকি অব্যহত রেখেছেন ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী। কুল্যা ইউনিয়নে ১ মার্চ হতে ১৭ মার্চ পর্যন্ত ৭৭ জন এবং ১৮ মার্চ হতে ২৮ মার্চ পর্যন্ত ৬ জন বিদেশ থেকে ফিরে এসেছেন। ইউনিয়ন পরিষদের মেম্বরবৃন্দ ও গ্রাম পুলিশদের সহযোগিতায় প্রতিনিয়ত ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের খোঁজ খবর নিচ্ছেন। ইউনিয়নে প্রথম দফায় আসা ৭৭ জন প্রবাসী ব্যক্তিদের প্রশাসনের পক্ষ থেকে হোম কোয়ারেন্টিনে রাখা হলে তাদের বড় অংশ সময় শেষ করেছেন। ২য় দফায় আসা ৬ জন এখনো অনেক সময় বাকী রয়েছে। এসব ব্যক্তিরা নিয়ম ভঙ্গ না করেন এবং করোনা ভাইরাস থেকে পরিত্রান পেতে করণীয় বিষয় সম্পর্কে বিভিন্ন পরামর্শ প্রদান করা হচ্ছে। এছাড়া বাজার থেকে শুরু করে গ্রামের মোড়ে মোড়ে জনসমাগম না করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়ে কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরীর নেতৃত্বে প্রচার, সচেতনতা, মানুষকে বাড়িতে থাকার ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে।