কুল্যায় তফসীলদারের নির্দেশ অমান্য করে খাস জমিতে ঘর নির্মান

0
208

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কুল্যায় ইউনিয়ন সহকারী কর্মকর্তার নির্দেশকে অমান্য করে গায়ের জোরে বে-আইনি ভাবে সরকারী সম্পত্তিতে ঘর নির্মানের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন, মহাজনপুর গ্রামের মোশারফ হোসেন। সরেজমিন ও লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, কুল্যা ইউনিয়নের মহাজনপুর গ্রামের মৃত মনছুর সরদারের ছেলে মনিরুল ইসলাম সরকার বাহাদুরের ১নং খাস খতিয়ানের সম্পত্তি জবর দখল করে ঘর নির্মান করে। বিষয়টি জানতে পেরে বুধহাটা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোকারম হোসেন ঘর নির্মান কাজ বন্দ করে দেন। কিন্তু মনিরুল ইসলাম আইন কানুনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বে-আইনি ভাবে সরকারী সম্পত্তিতে ঘর নির্মান কাজ অব্যহত রাখেন। এমতাবস্থায় সরকারী সম্পত্তি বে-দখল হওয়ার হাত থেকে রক্ষা করতে উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন এলাকাবাসী।