কামালকাটি হাইস্কুলের প্রাচীরের ভিতরে দোকান ঘর নির্মাণ!

0
418

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের কামালকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাচীরের ভিতরে দোকান ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। সরেজমিন গিয়ে দেখা গেছে, শিক্ষা প্রতিষ্ঠানের প্রাচীরের ভিতরে সরকারি সম্পত্তির উপর অবৈধ ভাবে দোকার ঘর নির্মাণের লক্ষে মাটি খনন কাজ শুরু করেছে কামালকাটি গ্রামের অমূল্য বাছাড়ের ছেলে কার্তিক চন্দ্র বাছাড়। অভিযোগ উঠেছে, কামালকাটি হাইস্কুলের সহকারী শিক্ষক ও শোভনালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য উদয় কান্তি বাছাড় মোটা অংকের অর্থের বিনিময়ে দোকান ঘর নির্মাণের সহযোগীতা করছেন। শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে দোকান ঘর নির্মাণ করার কাজ শুরু হলেও ক্ষতাধর সহকারী শিক্ষক ও ইউপি সদস্য উদয় কান্তি বাছাড়ের ভয়ে কেউ বাঁধা প্রদান বা প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে দোকান ঘর নির্মাণ করার কাজ শুরু হওয়ায় বিষয়টি নিয়ে সচেতন মহলের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে দেখা গেছে। এব্যাপারে প্রধান শিক্ষক কিনুপদ বাছাড় জানান, কার্তিক চন্দ্র বাছাড়কে দোকান ঘর নির্মানের জন্য লিখিত ভাবে শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোন অনুমতি দেওয়া হয়নি। অর্থ গ্রহনের বিষয়ে জানার জন্য সহকারী শিক্ষক ও ইউপি সদস্য উদয় কান্তি বাছাড়ের ব্যবহৃত মোবাইল ফোনে (০১৭৬৪৪৩২৯৬১) একাধিবার বার ফোন দিলেও সেটি ব্যবহৃত হচ্ছে না বলে জানাগেছে। এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকী বিল্লাহ’র কাছে জানতে চাইলে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রাচীরের ভিতরে দোকান ঘর নিষিদ্ধ। উক্ত প্রতিষ্ঠানের প্রাচীরের ভিতরে দোকান ঘর নির্মাণের বিষয়টি আমার জানা নেই। যদি কেউ এহেন কাজ করেন তবে তাদের বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।