কাদাকাটিতে আটদলীয় ফুটবল টুর্ণামেন্টে কলাগাছি কালিমাতা চ্যাম্পিয়ান

0
487

মইনুল ইসলাম, আশাশুনি থেকে:
আশাশুনি উপজেলার কাদাকাটিতে আটদলীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় কলাগাছি কালিমাতা ফুটবল একাদশ চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে। রবিবার বিকালে কাদাকাটি যুব মজলিস ফুটবল মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত ফাইনাল খেলায় খুলনা জেলার পাইকগাছা পৌরসভার শিববাটী ফুটবল একাদশ ও সাতক্ষীরা জেলার তালা উপজেলার কলাগাছি কালিমাতা ফুটবল একাদশ পরস্পরের মুখোমুখি হয়।

খেলার প্রথমার্ধে ২টি গোল করে কলাগাছি কালিমাতা ফুটবল একাদশ। দ্বিতীয়ার্ধের প্রথম দিকে উভয় দল ১টি করে গোল করেন। নির্ধারিত সময়ে আর কোন দল গোল করতে না পারায় কলাগাছি কালিমাতা ফুটবল একাদশ ৩-১ গোলে শিববাটী ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। খেলাটি পরিচালনা করেন, নাসিরউদ্দীন, আসাদুল হক ও আবুল বাশার। ধারাভাষ্যে ছিলেন, আসাদুজ্জামান মিঠু, আশরাফ হোসেন ও সবুজ আহমেদ। কাদাকাটি যুব মজলিসের আয়োজনে খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কাদাকাটি যুব মজলিস সভাপতি মহাসিন আলী বকুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কাদাকাটি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দিপংকর কুমার সরকার। সবুজ আহমেদের সঞ্চালনায় এসময় খেশরা ইউপি চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজু, সমাজ সেবক মাষ্টার রজব আলী সরদার, মেম্বর আবু হাসান বাবু, শামছুর রহমান মোড়ল, শ্বাশ্বতী রাণী সরকার, কাদাকাটি যুব মজলিস সম্পাদক মাশহুরুল হক সাজু, সমাজ সেবক শরিফুল ইসলাম খোকা, গোলাম রসূল, আ. সুবহান, মিজানুর রহমান, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, কাদাকাটি যুব মজলিসের সকল সদস্যবৃন্দ ও দর্শকমন্ডলী খেলাটি উপভোগ করেন। খেলার চ্যাম্পিয়ান দলকে একটি ফ্রিজ ও রানার্স-আপ দলকে একটি ২২ ইঞ্চি মনিটর দেওয়া হয়।