কাকবাসিয়ায় মৎস্য সেটের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

0
316

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের কাকবাসিয়া মৎস্য সেটের পক্ষ থেকে এলাকার অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কাকবাসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় মাছে সামাজিক দূরত্ব বজায় রেখে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
কাকবাসিয়া মৎস্য সেটের সেট মালিক, কাটা মালিক ও ব্যবসায়ীদের আর্থিক সহায়তায় করোনা ভাইরাসের কারনে কর্মহীম অসহায় মানুষের সহায়তার জন্য খাদ্য সামগ্রী বিতরণের ব্যবস্থা করা হয়। ৮১ টি অসহায় পরিবারের হাতে প্রত্যেককে চাল কেজি, আলু ২ কেজি, ডাল ৫০০ গ্রাম, ছোলা ৫০০ গ্রাম, পেঁয়াজ ৫০০, মুড়ি ৫০০গ্রাম ও একটি করে সাবান প্রদান করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন, আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন। এসয় সেট মালিক আলহাজ্ব আঃহাকিম, সেট সভাপতি রুহুল আমিন গাজীসহ সেটের কাটা মালিক, ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি চেয়ারম্যান আলমগীর আলম লিটন সকলের উদ্দেশ্যে বলেন, করোনা ভাইরাস আমাদের জন্য ভয়াবহএকটি রোগ। আমরা যদি সরকারি নির্দেশ না মানি তাহলে আমাদের জন্য খুবই নাজুক পরিস্থিতি অপেক্ষা করছে। তাই আমি সরকার ও আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে সকলকে সতর্ক করে দিচ্ছি, কেউ বিনা প্রয়োজনে বাইরে বা বাজারে আসবেন না। মাক্স ব্যবহার, কমপক্ষে ২ হাত দূরে থেকে চলাচাল, হাত মুখ সাবান দিয়ে নিয়মিত ধৌত করতে হবে। এজন্য কারো খাদ্য সংকটসহ কোন রকম অসুবিধা হলে আমাকে জানালে সাথে সাথে খাদ্য সহায়তাসহ সকল সহযোগিতা দিতে আমি প্রস্তুত আছি। আইন অমান্য করলে কোন প্রকার সহযোগিতা আমরা দিতে পারবো না।