কলারোয়ায় সমাজসেবা অফিসের আয়োজনে ২ দিন ব্যাপি মাতৃ সম্পাদিকাদের প্রশিক্ষণ

0
214

কলারোয়া প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়ায় কলারোয়া উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম জোরদার করনের লক্ষ্যে মাতৃ সম্পাদিকা ও সদস্যদের ২ দিন ব্যাপি প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় সমাজসেবা অফিস সভাকক্ষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন। কার্যক্রমে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিভাগীয় সহকারী উপ-পরিচালক হোসেনুর রহমান, ডিডি দেবাশিস সরকার, জেলা সহকারী উপ-পরিচালক রোকনুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও প.পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসে কর্মরত সাবের হোসেন, আলহাজ্ব আব্দুস সামাদসহ প্রশিক্ষণার্থীরা। উল্লেখ্য, প্রশিক্ষণে উপজেলার পল্লী মাতৃ কেন্দ্রের ২০ জন মাতৃ সম্পাদিকাসহ সদস্যগণ অংশগ্রহন করেছেন বলে জানা যায়।