কলারোয়ায় পানি প্রযুক্তি ব্যবস্থাপনা ও টেকশইকরণ বিষয়ক কর্মশালা

0
178

কলারোয়া প্রতিনিধি:
কলারোয়ায় নগর সমন্বয় কমিটি টিএলসিসি ওয়াশ পরিকল্পনা বাস্তবায়নে পানি প্রযুক্তি ব্যবস্থাপনা ও টেকশইকরণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা আহছানিয়া মিশনের আয়োজনে ওই কর্মশালাটি পৌরসভার হলরুমে অনুষ্ঠিত হয়। পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুলের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন-পৌরসভার প্যানেল মেয়র শেখ জামিল হোসেন, পৌর কাউন্সিলর ফারহানা হোসেন, লুৎফুন নেছা, মেজবাহউদ্দিন লিলু, আকিমুদ্দিন আকি, এসএম মফিজুল হক,সহকারী প্রকৌশলী ওয়াজিহুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী(বিদ্যুৎ) এসএম সোহরাওয়ার্দী হোসেন, পৌরসভার ইমরুল ইসলাম, টিএলসি সদস্য-শেখ শহিদুল ইসলাম, সন্তোষ কুমার পাল, শিলা রাণী হালদার, জুলফিকার আলী, উপজেলা প্রাকটিক্যাল এ্যাশনের প্রোগ্রাম কর্মকর্তা শাহানাজ পারভীন মিনা সহ কমিটির অন্যান্যে সদস্যবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন-ঢাকা আহছানিয়া মিশনের আমাদের কলারোয়া প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক বিপ্লব হোসেন।