কলারোয়ায় জাতীয় সমবায় দিবস পালিত

0
191

কলারোয়া প্রতিনিধি:
কলারোয়ায় ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। বঙ্গবন্ধুর দর্শন-সমবায় উন্নয়ন এই প্রতিপাদ্যে কলারোয়া উপজেলা প্রশাসনের সার্বিক আয়োজনে শনিবার (৭নভেম্বর) সকাল ১০টার দিকে কলারোয়া উপজেলা পরিষদ হলরুমে সমবায় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে জাতীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও সমবায় পতাকা উত্তোলন করেন বিশেষ অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আক্তার হোসেন। আলোচনা সভার শুরুতেই পবিত্র ক্বোরান তেলওয়াত করেন কাজিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাওলানা শরিফুল ইসলাম ও পবিত্র গীতা পাঠ করেন কলারোয়া পাইলট বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক উৎপল সাহা। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ও সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কলারোয়া উপজেলা সমবায় কর্মকর্তা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান মশিয়ার রহমান বাবু, সদ্য অবসরে যাওয়া সমবায় কর্মকর্তা নওসের আলী প্রমুখ। বিভিন্ন সমবায় সমিতির প্রধানগন দিক নিদর্শনমূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর, বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ ও উপজেলার ৩৩৯টি সমবায় সমিতির নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন-‘বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে অনেক সমবায় সমিতি ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। আমরা সর্বশক্তি দিয়ে তাদের পাশে দাঁড়াতে চাই। এসময় খুলনা অঞ্চলে দ্বিতীয় বারের মতো শ্রেষ্ঠত্ব অর্জন করায় কলারোয়া কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবি) কে অভিনন্দন জানান তিনি। অনুষ্ঠানে সমবায় সেক্টরে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরুপ শুভেচ্ছা স্মারক হিসাবে ও ক্ষুদ্রঋণ পরিচালনায় অবদানের স্বীকৃতিস্বরুপ ক্রেস্ট প্রদান করা হয়। সবুজ বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড মির্জাপুরকে, টনিমাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড চান্দুড়িয়াকে। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পানি ব্যবস্থাপনায় অবদানের স্বীকৃতিস্বরুপ ক্রেষ্ট প্রদান করা হয়-পানিকাউরিয়া খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড পানিকাউরিয়াকে, উপজেলা পর্যায়ে সমবায় সমিতির “মডেল” উপাধি পাওয়া সীমান্ত বহুমূখী সমবায় সমিতিকে ক্রেষ্ট প্রদান করা হয়,সমবায় হিসাব রক্ষনে ডিজিটাল পদ্ধতি ব্যবহারকারী সমবায় সমিতি হিসাবে কলারোয়া ম্যাসেঞ্জার সমবায় সমিতিকে ক্রেষ্ট প্রদান করা হয়, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসাবে আবু বক্কর সিদ্দিক বাবু কামারালী পল্লি উন্নয়ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতিকে ক্রেষ্ট প্রদান করা হয়, এছাড়াও উপজেলা পর্যায়ে সর্বোচ্চ অডিট ফি (সরকারী রাজস্ব) ও সমবায় উন্নয়ন তহবিল প্রদানকারী কেন্দ্রীয় সমবায় সমিতিকে (বিআরডিবি) ক্রেষ্ট প্রদান করা হয়।