করোনা ভাইরাসে আরো ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে গোটা বিশ্ব

0
427

মারুফ গাজী:
নোভেল করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতির ভয়ঙ্কর রূপ দেখছে গোটা বিশ্ব। সব খবর ছাপিয়ে বিশ্ব নজর এখন করোনার দিকে। প্রাণঘাতি এ মহামারি ছড়িয়ে পড়েছে প্রায় ২০০ দেশে। শঙ্কামুক্ত নয় বাংলাদেশও। এদিকে ভাইরাসের প্রকোপে প্রতিনিয়ত মৃতের সংখ্যার পাশাপাশি নতুন আক্রান্তের সংখ্যাও হুহু করে বেড়ে চলেছে। আগামী দু’সপ্তাহের মধ্যে করোনায় সবচেয়ে বড় ধাক্কা লাগবে যুক্তরাষ্ট্র সহ ইউরোপে এমনটাই আশঙ্কা করছেন বিশ্ব গবেষকরা।
পরিস্থতি স্বাভাবিক হতে আরো ৬(ছয়) মাস লাগতে পারে বলে ধারণা করছেন তারা। তথ্যমতে, মহামারিতে বিশ্ব জুড়ে ইতিমধ্যেই মৃতের সংখ্যা ৩৫ হাজার ছাড়িয়েছে। সর্বশেষ রবিবারই ৩হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে কোভিড-১৯। বিশ্বজুড়ে গত ২মাসে আক্রান্তের সংখ্যা ১হাজার গুণ বেড়ে দাড়িয়েছে প্রায় সাড়ে ৭লাখ। পাশাপাশি করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন দেড় লাখের বেশি মানুষ।
করোনার বিস্তার ঠেকাতে ইতিমধ্যেই ৩০ এপ্রিল পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল জন ট্রাম্প। শুধুমাত্র আমেরিকাতেই করোনায় আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছুই ছুই। করোনার প্রকোপে মারা যেতে পারে দুই লাখ মার্কিনী এমনটাই হুশিয়ারী দিয়েছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রে ইতিমধ্যেই মারা গেছে ২৬শ’র বেশি। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন করোনা আক্রান্ত মৃতের সংখ্যা এক লাখ না পেরোলেই আমরা সফল।
ইতালিকে করোনা ভাইরাসে প্রথম মৃত্যু দেখতে হয় ২১ ফেব্রুয়ারী । মাস খানেকের ব্যবধানে সে মৃতের সংখ্যা বেড়ে দাড়ায় ৫হাজারে। ইতালিতে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১০ হাজার। দীর্ঘসময় মৃত্যুকুপে পতিত হওয়া ইতালিতে বিগত দুই তিন দিনে আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। তবে নতুন করে মৃত্যুপূরিতে পরিণত হয়েছে স্পেন। দেশটিতে ২৯ মার্চ একদিনেই মারা গেছে ৮শ’র ও বেশি মানুষ। মোট আক্রান্তের সংখ্যা ৮০ হাজার উর্দ্ধে। এ ভাইরাসে স্পেনে মৃত্যু হয়েছে ৭ হাজারের বেশি মানুষের।
এদিকে বাংলাদেশে প্রথম করোনা সনাক্ত হয় চলতি মাসের ৭ তারিখ। তবে এখন পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় অর্ধশত, প্রাণহানি ৫ জনের। এ রোগে আক্রান্ত হয়ে বাংলাদেশে সুস্থ হয়েছেন ১৯ জন।
ভাইরাসের বর্তমান পরিস্থিতিতে ভয়ঙ্কর রূপ দেখছে ইউরোপিয় দেশগুলো। তার মধ্যে ফ্রান্সে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪০ হাজারের ও বেশি মৃত্যু হয়েছে ২৬শত মানুষের। যুক্তরাজ্যে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২০ হাজারের কাছাকাছি, মৃত্যু হয়েছে ১৪শত মানুষের। জার্মানিতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৪ হাজার মৃত্যু ৫শ’ ছাড়িয়েছে। নেদারল্যান্ডস এ মোট আক্রান্তের সংখ্যা ১১ হাজারের বেশি মৃত্যুর সংখ্যা ৮শ’ ছাড়িয়েছে। সুইজারল্যন্ডে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১৫ হাজারে মৃতের সংখ্যা বেড়ে ৩শ’।
পক্ষান্তরে, সংক্রমনের সূত্রপাত চীনে মারা যাওয়ার সংখ্যা মাত্র ৩ হাজারের কিছু বেশি। আক্রান্তের সংখ্যা ৮০ হাজারের ও বেশি। এখন পর্যন্ত চীনে সুস্থ হয়েছেন প্রায় ৭৬ হাজার মানুষ।