করোনার বিস্তার রোধে কেএমপি’র গুরুত্বরোপ ‘সোস্যাল ডিস্ট্যান্সিং’

0
296

নিজস্ব প্রতিবেদক:
করোনা ভাইরাসের বিস্তার রোধে কেএমপি নানান কার্যক্রম অব্যাহত রেখেছে। এরমধ্যে বুধবার (১ এপ্রিল) সদর থানাধীন সন্ধ্যা বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়- বিক্রয়ের সময় সোস্যাল ডিস্ট্যান্সিং গুরুত্বরোপ করে কাজ করা হয়।
জানা গেছে, খুলনা মহানগর পুলিশের পক্ষ থেকে সুরক্ষা রেখা অঙ্কন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যা সংকট রোধে কার্যকর ভূমিকা রাখতে পারে। তাছাড়া জীবাণূনাশক স্প্রে প্রয়োগ কার্যক্রম অব্যাহত রয়েছে। এতে করোনা ভাইরাস বিস্তার রোধের পাশপাশি শহর পরিস্কার-পরিছন্ন হবে। ফলস্বরূপ মশার প্রকোপ কমবে। চলমান সংকট পার না হওয়া পর্যন্ত গৃহীত এসব উদ্যোগ চলমান থাকবে বলে খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু খুলনাটাইমসকে নিশ্চিত করেন।