বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩৬তম ব্যাচের কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত

0
373

তথ্যবিবরণী : খুলনা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বিভাগীয় প্রশাসনের আয়োজনে ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের নব নিয়োগ প্রাপ্ত ৪৭জন কর্মকর্তার ওরিয়েন্টেশন প্রশিক্ষণ বুধবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ণ বিভাগের সচিব মোঃ মফিজুল ইসলাম।

প্রধান অতিথির বক্তৃতায় সচিব বলেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তবে কাজে লাগাতে হবে। ব্যক্তি স্বার্থে কোন কাজ করা যাবে না। সততা ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। সরকারের নির্দেশনা মোতাবেক সমস্ত কাজ সম্পন্ন করতে হবে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিলন বলে আজ আমরা এখানে আসতে পেরেছি। বঙ্গবন্ধরু আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের সঠিক ইতিহাস তুলে ধরবে হবে।

খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সুভাস চন্দ্র সাহা ও জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। স্বাগত বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নিশ্চিত কুমার পোদ্দার। ওরিয়েন্টেশনে নবনিয়োগ প্রাপ্ত ৪৭জন সহকারী কমিশনার অংশগ্রহণ করেন।