করোনাভাইরাস : প্রধানমন্ত্রীর তহবিলে ৫১ কোটি দিচ্ছে বিসিসিআই

0
350

খুলনাটাইমস স্পোর্টস : প্রাণঘাতি করোনাভাইরাসের বিপক্ষে লড়াই করার জন্য নিজ দেশের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫১ কোটি টাকার আর্থিক অনুদান দিচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এক বিবৃতিতে বিসিসিআই জানায়, ‘কেন্দ্রীয় সরকারের ত্রাণ তহবিলে ৫১ কোটি টাকা দান করার সিদ্বান্ত নিয়েছে প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী, সচিব জয় শাহ ও বোর্ডের বাকি সদস্যরা। দেশের জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো ও করোনা সংক্রান্ত গবেষণায় সহায়তা করাই প্রধান উদ্দেশ্য।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘দিন দিন করোনা সংক্রমণের মাত্রা বেড়েই চলেছে। ফলে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষাই সব চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে সবার পাশে দাঁড়ানোই মূল উদ্দেশ্য আমাদের। বিভিন্ন রাজ্য ক্রিকেট সংস্থার সঙ্গে দেশের সুরক্ষার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে তৈরি বিসিসিআই।’ ভারতে করোনাভাইরাসে ৯৩৩ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছে ২০জন। তাই আগামী ১৪ এপ্রিল পর্যন্ত পুরো ভারতজুড়ে লকডাউন রয়েছে। করোনাভাইরাসে কারনে ইতোমধ্যে দেশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলও স্থগিত হয়েছে। যা ২৯ মার্চ থেকে শুরুর সূচি ছিলো। চলমান মাসে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের তিন ম্যাচের ওয়ানডে সিরিজও স্থগিত হয়।