কঙ্গোতে আগ্নেয়গিরি বিষ্ফোরণে নিহত ১৫

0
144

টাইমস বিদেশ : গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে নাইরাগঙ্গো আগ্নেয়গিরির বিষ্ফোরণে ১৫ জন নিহত হয়েছে। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইউনিসেফের তথ্যমতে, এ ঘটনায় একশ’ ৭০ এর বেশি শিশু নিখোঁজের আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া দেড়শ শিশু ঘরবাড়ি ছেড়ে পালানোর সময় পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আগ্নেয়গিরির লাভা দেশটির বুহেনে জেলার গামা শহরে এসে শেষ হয়েছে। অগ্নুৎপাতের ফলে লাভার নিচে চাপা পড়েছে শত শত ঘরবাড়ি। গোমা ও বেনি শহরের সংযোগ মূল মহাসড়ক লাভায় ঢেকে গেছে। ত্রান সহায়তা পাঠানোর জন্য এটাই ছিল একমাত্র রাস্তা। তবে লাভা শহরের বিমানবন্দরের খুব কাছে এলেও তা অক্ষত রয়েছে। অগ্নুৎপাত শেষে ঘরে ফিরতে শুরু করেছেন অনেক বাসিন্দা। গোমা থেকে আগ্নেয়গিরির দূরত্ব দশ কিলোমিটার। এর আগে ২০০২ সালে আগ্নেয়গিরিটি বিষ্ফোরিত হয়েছিল। সে সময় দুইশ’ ৫০ জনের মৃত্যু হয়েছিল।