ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক ঘাস চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

0
273

খবর বিজ্ঞপ্তি: ‘জলবায়ুর প্রভাবে খুলনা মহানগরে স্থানান্তরিত অভিবাসী ও দরিদ্র পরিবারসমূহের অভিযোজিত জীবন-জীবিকার উন্নয়নে ছাগল পালন প্রকল্প’র উপকারভোগীদের নিয়ে ঘাস চাষ বিষয়ক এক প্রশিক্ষণ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশন দাতা সংস্থা জিআইজেড’র আর্থিক সহায়তায় খুলনা সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ড এলাকায় ৫৯ টি পরিবারের মধ্যে বাস্তবায়ন করছে। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের ভেটেরিনারী অফিসার ডাঃ মোঃ রেজাউল ইসলাম। উপস্থিত ছিলেন জিআইজেড-এর ইউএমআইএমসিসি প্রজেক্টের এ্যাডভাইজার মোঃ আতিয়ার রহমান, ডেভেলপমেন্ট এ্যাডভাইজার এরিকা ডিভোরকভা এবং ওয়েভ ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার মোঃ শরিফুল আলম লিটন।