ওলামাদের ঐক্যবদ্ধভাবে অপশক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে : চরমোনাই পীর  

0
445
শেখ মোঃ নাসির উদ্দিনঃ
ওলামা সম্মেলনে সারা দেশের ওলামায়েকেরামকে লক্ষ করে পীর সাহেব চরমোনাই বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো কাজ যদি ক্রুটিপূর্ণ হয় তবে আসুন আমাদের ভুল ধরিয়ে দিন। আমরা শুধরে নেবো। বাংলাদেশে যেভাবে ইসলামের বিরুদ্ধে অপশক্তি উঠে পড়ে লেগেছে তাদের ব্যাপারে ওলামায়ে কেরামদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে, ইসলামী আন্দোলন বাংলাদেশেরের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মোঃ রেজাউল করীম, আজ (২৭ নভেম্বর ) সকাল ১০ টায় চরমোনাই ময়দানে মাহফিলের দ্বিতীয় দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ওলামা সম্মেলনে সভাপতির বক্তব্যে একথা বলেন।
চরমোনাই পীর আরও বলেন চরমোনাইয়ের এই চতুর্মুখী মেহনতকে হক মনে করেন তবে এই কাজের সহযোগী হয়ে হকের মিছিলে শরিক হোন। ভোটের সময় যদি সকল মাদরাসা বন্ধ রেখে ইসলামী দলকে ভোট দিতে উদ্বুদ্ধ করা হয়, তাবলীগের দীনি ভাইয়েরা যদি ইসলামী দলকে ভোট দেয়ার তাশকিল করে তবে ইসলামী হুকুমত কায়েম তরান্বিত হবে।
আমরা ওলামায়েকেরাম নামায কায়েমের দাওয়াত দিয়ে থাকি কিন্তু ইসলামী হুকুমত কায়েমের দাওয়াত দিই না। এই পরিস্থিতির পরিবর্তন না হলে বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা সম্ভব নয়।
 মাওঃ লোকমান হোসেন জাফরীর পরিচালনায়  আয়োজিত ওলামা সম্মেলনে আরও গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন প্রেসিডয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, আল্লামা নুরুল হুদা ফেয়েজী, ডাঃ মোখতার হোসাইন, রামপুরা মাদ্রাসার মোহতামিম মাওঃ মাহমুদুল হাসান, মহাসচিব মাওঃ অধ্যক্ষ ইউনুচ আহমেদ, যুগ্ন মহাসচিব অধ্যাপক এটি এম হেমায়েত উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান, মাওঃ গাজী আতাউর রহমান, অধ্যাপক আশরাফ আলী আকন, মাওঃ ইমতিয়াজ আলম, মাওঃ শেখ ফজলে বারী মাসুদ, মোঃ বরকত উল্লাহ লতিফ, মোঃ জান্নাতুল ইসলাম, মুফতী দেলোয়ার হোসেন সাকী, খুলনার মেয়র প্রার্থী অধ্যক্ষ মাওঃ মুজ্জাম্মিল হক, গাজীপুরের মেয়র প্রার্থী মোঃ নাসির উদ্দিন, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি কে,এম, আতিকুর রহমান, সেক্রেটারী জেনারেল মাওঃ নেছার উদ্দিন, শ্রমিক আন্দোলনের  সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান, ছাত্র আন্দোলনের সহ সভাপতি শেখ ফজলুল করীম মারুফ সহ বিশিষ্ট ওলামায় কেরাম। এদিকে সকাল ৯ টায় চরমোনাই ময়দানে ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। যুব সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওঃ ইউনুচ আহমেদ, বিশেষ অতিথি ছিলেন মাওঃ গাজী আতাউর রহমান, বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমান, সেক্রেটারী জেনারেল মাওঃ নেছার উদ্দিন, মোঃ নুরুন নবী, কাওছার বাঙালী সহ নেতৃবৃন্দ।
এদিকে মাহফিলের দ্বিতীয় দিনেও মানুষের ঢল নেমেছে , বাদ ফজর বয়ানের পর দুজন বিধর্মী কলেমা পড়ে ইসলাম গ্রহণ করেন, এপর্যন্ত একজনের মৃত্যু হয়েছে । অসুস্থাদের জন্য একটি বেসরকারী হাসপাতাল রয়েছে সেখানে অসুস্থদের প্রাথমিক চিকিত্‍সা চলছে । সূত্র জানা যায় আগামীকাল সকালে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ছাত্র গণ জমায়েত অনুষ্ঠিত হবে, আজ বাদ মাগরীব এবং আগামীকাল ফজর বাদ নায়েবে আমীর শায়েখে চরমোনাই মুফতী ফয়জুল করীম বয়ান করবেন এবং আগামী বুধবার সকালে আখেরী মোনাজাতের মাধ্যমে বিশ্বের তৃতীয় ইসলামী মহা সম্মেলন শেষ হবে।