এমইউজের সাবেক সভাপতি শেখ বেলাল উদ্দীনের ১৫ম শাহাদাৎবার্ষিকী পালিত

0
282

খবর বিজ্ঞপ্তি: মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার (এমইউজে) সভাপতি, খুলনা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি, ও দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরো প্রধান শেখ বেলাল উদ্দীনের ১৫ম শাহাদাৎ বার্ষিকী বিস্তারিত কমসুচীর মধ্যদিয়ে মঙ্গলবার পালিত হয়েছে।
খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খুলনা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মামুন রেজা। বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, সাবেক সভাপতি শেখ আবু হাসান, সিনিয়র সহ-সভাপতি মো. আনিসুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেন ও মো. সাহেব আলী, কোষাধ্যক্ষ সোহেল মাহমুদ, সহকারী সম্পাদক বিমল সাহা, নির্বাহী সদস্য মো. তরিকুল ইসলাম ও মো. রাশিদুল ইসলাম, সিনিয়র সদস্য শেখ দিদারুল আলম, মুহাম্মদ আবু তৈয়ব, মো. শাহ আলম, সোহরাব হোসেন, সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের ভাই শেখ শামসুদ্দীন দোহা, ক্লাবের ইউজার সদস্য নাজমুল হক পাপ্পু প্রমুখ। উপস্থিত ছিলেন ক্লাবের নির্বাহী সদস্য হাসান আহমেদ মোল্লা, সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, বাপ্পী খান, হারুন-অর-রশীদ, দেবব্রত রায়, ওয়াহেদ-উজ-জামান বুলু, ক্লাবের ইউজার সদস্য রীতা রানী দাস, মো. আজিজুল ইসলাম, মো. রকিবুল ইসলাম মতি, এস এম ইয়াসীন আরাফাত (রুমী), মিনা অছিকুর রহমান দোলন, মো. জাকারিয়া হোসেন তুষার, মো. মেহেদী হাচানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। এর আগে ক্লাবের সদস্যবৃন্দ ক্লাব চত্বরে অবস্থিত শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া স্মরণসভার শুরুতে সাংবাদিক বেলাল উদ্দিনসহ নিহত সাংবাদিকদের আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং পরে দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়। জোহরবাদ এমইউজে খুলনার উদ্যোগে দোয়া মাহফিল ও কবর জিয়ারত কর্মসুচি পালিত হয়। এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ইউনিয়নের সভাপতি মো. আনিসুজ্জামান, বিএফইউজের নেতা, আবু তৈয়ব, শেখ দিদারুল আলম, এহতেশামূল হক শাওন, আবুল হাসান হিমালয়, আব্দুর রাজ্জাক রানা, আব্দুল খালেক আজীজী ও মো. রাশিদুল ইসলাম, এইচ এম আলাউদ্দিন, হাসান আহমেদ মোল্লা, রফিউল ইসলাম টুটুল, সৈয়দ তারিকুল ইসলাম, সোহরাব হোসেন, এরশাদ আলী, মুনির উদ্দিন আহমেদ, কাজী মোতাহার রহমান বাবু প্রমুখ।