এবার চলচ্চিত্র পরিচালনায় মিমি

0
290

খুলনাটাইমস বিনোদন: বর্তমানে অভিনয়ে খুব একটা দেখা না গেলেও শোবিজেই ব্যস্ত সময় পার করছেন নব্বইয়ের দশকের তুমুল আলোচিত অভিনেত্রী আফসানা মিমি। বিশেষ চলচ্চিত্র ও নাটকে অভিনয়ের পাশাপাশি বিশেষ দিবসে অনুষ্ঠান উপস্থাপনাতেই মাঝে মাঝে দেখা মেলে তার। তবে ক্যামেরার সামনে থেকে পেছনেই এখন বেশি ব্যস্ত মিমি। এরইমধ্যে পরিচালনায় নিজের মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। অন্যান্যের মতো হুজুগে নয়, বুঝে-শুনে ভালো চিত্রনাট্য নিয়ে পরিচালনায় নামেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার চলচ্চিত্র পরিচালনায় নামলেন তিনি। সম্প্রতি ‘রুম নাম্বার ৪০৪’ শিরোনামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন মিমি। এতে অভিনয় করেছেন লাক্স তারকা অভিনেত্রী তানিন তানহা। আফসানা মিমি বলেন, ‘ব্যক্তিগত ব্যস্ততার কারণেই মাঝখানে নির্মাণ থেকে দূরে ছিলাম। অনেকদিন পর পরিচালনায় ফিরেছি। এই স্বল্পদৈর্ঘ্যরে গল্পটি ভিন্নধর্মী, যা দর্শকদের ভাবাবে। গল্প নিয়ে এখনই বলতে চাই না। সেই অপেক্ষায় কিছুদিন আরও রাখতে চাই।’ অভিনেত্রী তানিন বলেন, ‘দারুণ একটি কাজ করলাম। মিমি আপু আমার পছন্দের একজন মানুষ। তার সঙ্গে কাজ করতে পারাটা অবশ্যই বেশ আনন্দের ও সৌভাগ্যের বিষয়। মিমি আপুর পরিচালনাও আমার খুব পছন্দ। কারণ এর আগেও তার নির্দেশনায় কাজ করেছি। এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির গল্প অসাধারণ। তবে গল্পের বিষয়ে এখনই কিছু বলতে চাচ্ছি না। আশা করি, দর্শকদের এটি ভালো লাগবে।’ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। শিগগিরই অনলাইনে মুক্তি পাবে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। মিমি পরিচালনায় আসেন ২০০০ সালে ধারাবাহিক নাটক ‘বন্ধন’ দিয়ে। টেরিস্ট্রেরিয়াল একুশে টিভিতে প্রচারিত ‘বন্ধন’ ধারাবাহিকটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে তখন। এটি মিডিয়ায় তৈরি করে দীর্ঘ ধারাবাহিক নির্মাণের ট্রেন্ড। আফসানা মিমি এরপর একে একে নির্মাণ করেন বেশ কটি দীর্ঘ ধারাবাহিক নাটক। এর মধ্যে উলেস্নখযোগ্য ‘গৃহগল্প’, ‘সাড়ে তিনতলা’, ‘কাছের মানুষ’, ‘ডলস হাউস’ ও ‘পৌষ ফাগুনের পালা’। তার প্রতিটি ধারাবাহিকই দর্শক মহলে বেশ সাড়া ফেলে। পরিচালনার মতো অভিনয়েও ফিরেছেন মিমি। অনেকদিন পর আবারও বড় পর্দায় দেখা মিলবে এই অভিনেত্রীর। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘পাপ-পুণ্য’ সিনেমায় অভিনয় করেছেন আফসানা মিমি। চলতি বছরের অক্টোবরে মুক্তি পাবে সিনেমাটি। একঝাঁক তারকাকে একসঙ্গে দেখা যাবে এই সিনেমায়। অভিনয় প্রসঙ্গে মিমি বলেন, ‘ভালো চরিত্র এবং ভালো গল্প ছাড়া অভিনয় করতে ভালো লাগে না। এ ছাড়া নির্মাণ নিয়েই এ মুহূর্তে বেশি চিন্তা করি। কারণ আমার কাছে এখন অভিনয়ের চেয়ে নির্দেশনা দেওয়াই বেশি স্বাচ্ছন্দ্যের বলে মনে হয়।’ আফসানা মিমি ‘পাপ-পুণ্য’ ছবিটি নিয়ে বলেন, ‘আমি বহুদিন পর ঠিকঠাক একটি অভিনয় দিয়ে চলচ্চিত্রে ফিরলাম। ব্যক্তিগতভাবে আমি ভীষণ আনন্দিত, কারণ আমরা খুব আনন্দ নিয়ে এই কাজটি করেছি।