এবারের রসায়ন অলিম্পিয়াড হবে অনলাইনে

0
134

টাইমস ডেস্ক:
করোনাভাইরাসের কারণে ১০ম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড অনলাইনে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রসায়ন সমিতি। সারাদেশ থেকে এবারের অলিম্পিয়াডে অংশ নিচ্ছেন ২ হাজার ২৬৮ জন শিক্ষার্থী। আগামীকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থাপিত কেন্দ্রীয় কন্ট্রোল রুমের মাধ্যমে এ প্রতিযোগিতা নিয়ন্ত্রণ করা হবে। গতকাল বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। বাংলাদেশ রসায়ন সমিতির সহসভাপতি প্রফেসর ড. বেনু কুমার দে জানান, গত মার্চের ১৩ তারিখ এই অলিম্পিয়াড হওয়ার কথা ছিল। কিন্তু কোভিড-১০ এর কারণে সেটা সম্ভব হয়নি। যেহেতু আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য পরপর তিন বছর জাতীয় অলিম্পিয়াড আয়োজনের বাধ্যবাধকতা আছে তাই ভার্চুয়ালি এই অলিম্পিয়াড আয়োজন করা হচ্ছে। এবারের প্রতিযোগিতাটি জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে উৎসর্গ করা হয়েছে। তিনি বলেন, শুক্রবার (আগামীকাল) সকাল ১১টা থেকে সারাদেশে ৯টি কেন্দ্রে এক ঘণ্টাব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারীদের এক ঘণ্টায় ৬০টি প্রশ্নের উত্তর দিতে হবে। এবার সারাদেশ থেকে ২ হাজার ২৬৮ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। এর মধ্যে চট্টগ্রাম অঞ্চলের ৫০টি সরকারি-বেসরকারি কলেজের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- ১০ম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড অর্গানাইজিং কমিটির চট্টগ্রাম অঞ্চলের আহ্বায়ক অধ্যাপক ড. এম জামাল উদ্দিন আহমেদ, সদস্য সচিব অধ্যাপক ড. নু ক ম আকবর হোসেন প্রমুখ।