এতকিছুর পরও এভারটনকে হারাতে পারল না টটেনহ্যাম

0
272

খুলনাটাইম স্পোর্টস : ইনজুরি টাইমের অস্টম মিনিটে বুলেট গতির একটি দর্শনীয় হেড করলেন চেঙ্ক টোসান। আর তাতেই বাঁধা পড়ে গেল ১০ জনের টটেনহ্যামের জয়। ১-১ গোলে ড্র হয় নাটকীয়তায় ভরা প্রিমিয়ার লীগের ম্যাচটি। তবে গুডিসন পার্কে অনুষ্ঠিত ম্যাচটি একেবারেই স্তম্ভিত হয়ে গেছে স্বাগতিক এভারটনের মিডফিল্ডার পর্তুগীজ আন্তর্জাতিক আন্দ্রে গোমেজের পা ভেঙ্গে যাওয়ায়। পরিস্থিতি এমন যে ভবিষ্যতে তিনি মাঠে নামতে পারবেন কিনা সেটি নিয়েই যথেষ্ঠ সন্দেহের সৃস্টি হয়েছে। স্পার্সের দক্ষিণ কোরিয় তারকা সন হিউং মিনের সঙ্গে মূলত সংঘর্ষেই এমন বিপত্তি। ওই ঘটনায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে সনকে। অবশ্য গোমেজের ওই ইনজুরি দেখে সন নিজেও হতভস্ব হয়ে গিয়েছিলেন। খেলা শেষে এভারটনের কোচ বলেন, ‘এটি দল বা গ্রুপ হিসেবে আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক মুহুর্ত। এই মুহুর্তে ফুটবলকে ছাপিয়ে সন-এর অবস্থাটিই বেশী গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ম্যাচ শুরুর ঘন্টা পার হবার মুহূর্তেই গোল করে স্পার্সদের এগিয়ে দিয়েছিল ডেলে আলি। খেলা শেষে আলি বলেন, ‘লাল কার্ড দেখা সন নিজেও গোমেজের এমন অবস্থা দেখে কেঁদে ফেলেন। আসলে সেখানে তার একক কোন দোষ ছিল না। সন চমৎকার খেলোয়াড়দের একজন। এই ঘটনায় সে মাথা তুলে পর্যন্ত তাকাতে পারেনি। সে কান্নায় একেবারেই ভেঙ্গে পড়েছে।’ সাবেক বার্সেলোনা তারকা ২৬ বছর বয়সী গোমেজের ডান পায়ের গোড়ালি ভেঙ্গে যাওয়ার বিষয়টি রোববার রাতে এভারটন নিশ্চিত করেছে। সোমবার তার অস্ত্রোপাচার করানো হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে মার্সিসাইড জানায়, ‘এভারটন ফুটবল ক্লাব নিশ্চিত করে জানাতে চায় যে আজ টটেনহ্যাম হটস্পার্সের বিপক্ষে খেলার সময় চোট পাওয়া আন্দ্রে গোমেজের পায়ে সোমবার অস্ত্রোপাচার করানো হবে। তাকে হাসপাতালে নিয়ে পরীক্ষা করানোর পর দেখা গেছে যে আঘাতের কারণে তার ডান পায়ের গোড়ালি উল্টে গেছে।’ টটেনহ্যামের কোচ মরিসিও পচেত্তিনো বলেন, তার ক্লাব গোমেজের বিষয়ে খুবই ব্যথিত এবং তার প্রতি সমবেদনা জানাচ্ছে। তিনি বলেন,‘আমরা দুঃখিত। পরিস্থিতিটি সত্যিই খুব খারাপা হয়েছে। ওই সময় তিনি যে ভাবে পড়ে গেছেন তা আসলেই দুর্ভাগ্যজনক।’ তবে সনকে লাল কার্ড দেখানোর ঘটনাটি তার জন্য অপমানকর হয়েছে বলেই মনে করেন স্পার্স কোচ। গোমেজের ইনজুরিটি দেখার পর প্রথম দফায় রেফারি মার্টিন এ্যাটিকসন হলুদ কার্ড দেখিয়েছিলেন। পচেত্তিনো বলেন, ‘সনকে লাল কার্ড দেখানোর সঙ্গে আমি একমত হতে পারছি না। ভিএআর প্রযুক্তি হয়তো রেফারিকে সহায়তা করতে পারতো। আমি জানিনা কিভাবে এই ঘটনাটি ঘটেছে। রেফারি সরাসরি সিদ্ধান্ত না নিয়ে প্রযুক্তির সহায়তা নিলে এটি আরো পরিষ্কার হয়ে যেত।’ ম্যাচের ৬৩ মিনিটে গোল করে টটেনহ্যামকে এগিয়ে দেন ডেলে আলি। ৭৯ মিনিটে লাল কার্ড দেখে সন মাঠ থেকে বিদায় নিলে ১০ জনের দলে পরিণত হয় স্পার্সরা। ম্যাচের ইনজুরি টাইমে (৯০+৭মিনিটে) হেডের সাহায্যে গোল পরিশোধ করে ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক এভারটন। রোবার অনুষ্ঠিত প্রিমিয়ার লীগের অপর ম্যাচে লিস্টার সিটি ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক ক্রিস্ট্যাল প্যালেসকে।