এড. আব্দুল জলীল’র মৃত্যুবার্ষিকীতে খুলনা সাহিত্য পরিষদের দোয়া মাহফিল ও স্মরণ সভা

0
160

খবর বিজ্ঞপ্তি:
খুলনা সাহিত্য পরিষদের কার্যালয়ে ২ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬ টায় খুলনা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি প্রখ্যাত সাহিত্যিক, রাজনীতিবিদ, সমাজকর্মী, শিক্ষানুরাগী, ঐতিহাসিক, যুক্তফ্রন্ট সরকারের ডেপুটি চীপ হুইপ, সুন্দরবনের ইতিহাস গ্রন্থ সহ অর্ধশতাধিক গ্রন্থের রচয়িতা এড. আব্দুল জলীল এর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। মরহুমের জীবনী ও বর্ণাঢ্য কর্মকান্ডের ভিত্তি করে লিখিত প্রবন্ধ পাঠ করেন শেখ মনিরুজ্জামান লাভলু। বক্তব্য প্রদান করেন যথাক্রমে এড. এফ এম আক্তারুজ্জামান, কাজী মাসুদুল হক, রোজী রহমান, ফজলে খোদা বাচ্চু, শেখ রেজানুল হক মানিক প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন সৈয়দ আলী হাকিম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খুলনা সাহিত্য পরিষদের সভাপতি এড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু।