‘এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি’

0
417

খুলনাটাইমস বিনোদন: বলতে গেলে ছোটবেলা থেকেই নাচ, গান ও অভিনয়ে পারদর্শী জিনাত শানু স্বাগতা। সে সূত্রেই শৈশবে ‘লিনজা’, ‘সতিপুত্র আবদুল্লাহ’, ‘সম্মান’, ‘টপ মাস্তান’ নামের ছবিগুলোতে শিশুশিল্পীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। নায়িকা চরিত্রে প্রথম অভিনয় করেন জয়নাল আবেদীনের ‘শত্রু শত্রু খেলা’ সিনেমাতে। এরপর ‘কোটি টাকার ফকির’, ‘অশান্ত মন’ ও ‘সূচনা রেখার দিকে’ প্রভৃতি সিনেমাতে নায়িকা প্রধান চরিত্রে অভিনয় করেন। ‘সূচনা রেখার দিকে’ ছবিতে অভিনয়ের পাশাপাশি প্লেব্যাকও করেন তিনি। ‘শত্রু শত্রু খেলা’ ছবিতে নায়ক হিসেবে পেয়েছিলেন প্রয়াত মান্নাকে। নানা কারণে দীর্ঘদিন চলচ্চিত্রে তাকে দেখা যায়নি। তবে আবারো এ মাধ্যমটিতে ফিরছেন স্বাগতা।
তিনি বলেন, বাবার মৃত্যুর পর অনেকদিনই কাজ করা হয়নি। তবে চলতি বছর আবারো শুরু করেছি। সম্প্রতি মাসুদ জাকারিয়া সাবিনের পরিচালনায় ‘অল টাইম মিল্ক ব্রেড’-এর বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করলাম। এ ছাড়া এ বছর সুজন সরকার, নজরুল ইসলাম রাজুর পরিচালনায় আরো কিছু বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছি। পাশাপাশি নতুন একটি সিনেমায় অভিনয় করেছি। এতদিন পর আবার সিনেমার কাজ করেছেন স্বাগতা। তাই এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ছবির কাহিনি শুরু হবে আমার দৃশ্য দিয়ে। অতিথি চরিত্রে অভিনয় করেছি। ছবি ও পরিচালকের নামটা এখন জানাতে চাই না। তবে গল্পে আমার অংশটা বেশ গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং। আমার বিশ্বাস, দর্শক ছবিটি পছন্দ করবেন। স্বাগতা ছোট পর্দার পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করে পরিচিতি পেয়েছেন। আর সম্প্রতি প্রথমবারের মতো তার নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে ‘খ্যাতির বিড়ম্বনা’ নাটকটি মঞ্চস্থ হয়েছে। শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে নাটকটির প্রদর্শনী হয়। স্বাগতা বলেন, এটি আমার জীবনের সবচেয়ে বেশি ভালোলাগার একটি কাজ ছিল। আমি নাটকটি নির্দেশনা দিয়েছি। আমার বাবা (প্রয়াত) খোদা বক্স শানুর প্রতিষ্ঠিত ‘আনন্দম সংগীতাঙ্গন’ গানের স্কুলটি আমরা চালুু রেখেছি। সেই প্রতিষ্ঠানের একটি অংশ হচ্ছে ‘আনন্দম নাট্যম’। মূলত সেখান থেকেই নাটকটির নির্দেশনা দিয়েছি। ‘খ্যাতির বিড়ম্বনা’ মঞ্চস্থ হওয়ার পর বেশ সাড়া পেয়েছি। সামনে টিভি নাটকও পরিচালনা করার ইচ্ছে আছে স্বাগতার। ছোট পর্দায় তার অভিনীত বেশকিছু দর্শকপ্রিয় নাটক রয়েছে। বর্তমানে তার অভিনয়ে গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় ‘ভালোবাসার আলো আঁধার’, শামীম জামানের ‘চিটার ডটকম’ এবং ভুবনের ‘চিরকুমারী সংঘ’ ধারাবাহিক নাটকগুলো বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। অভিনয়ের পাশাপাশি তিনি বাংলাভিশনের ‘সোনালি দিনের রুপালি গল্প’ নামের একটি অনুষ্ঠান নিয়মিত উপস্থাপনা করছেন। স্বাগতা বলেন, বেশ কয়েকটি নতুন অনুষ্ঠান উপস্থাপনা করার জন্য প্রস্তাব পেয়েছি। কিন্তু এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি। চূড়ান্ত হলে জানাতে পারবো। সামনে স্বাগতা অভিনীত নুরুল আলম আতিকের পরিচালনায় ‘মানুষের বাগান’ নামে একটি ছবি মুক্তি পাবে। এরইমধ্যে ছবিটির শুটিং শেষ হয়েছে। এ ছবিতে স্বাগতা একটি ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করেছেন। তার চরিত্রের নাম সালেহা বেগম। স্বাগতা জানান, ছবিটি কোনো গতানুগতিক গল্প নিয়ে তৈরি হয়নি। এতে কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করেছি। একজন বৃদ্ধ লোকের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছি। এ ছবিটি দর্শকের কাছে সমাদৃত হবে বলে মনে করেন স্বাগতা। সবশেষ কোরবানি ঈদে মাতিয়া বানু শুকুর পরিচালনায় ‘মৌনব্রত’ নামে একটি খন্ড নাটকে অভিনয় করে প্রশংসা পান এ অভিনেত্রী। এ ছাড়া নতুন কাজের বিষয়ে জানতে চাইলে আজকের আলাপনে সবশেষে স্বাগতা বলেন, আমি যে কোনো প্রোডাকশনে অতিথি চরিত্রে কাজ করলেও গল্পের গুরুত্ব বুঝে তা করতে চাই। আর চ্যালেঞ্জিং ও ভালো কাহিনীর গল্পে ‘ক্যারেক্টার আর্টিস্ট’ হিসেবে কাজ করার ইচ্ছে আছে। কারণ এ ধরনের চরিত্র দর্শকের মনে দাগ কাটার জায়গা থাকে।