উৎসব মুখর মৎস্যপল্লী : শরণখোলার জেলেরা সমুদ্র যাত্রা করবে আজ

0
334

শরণখোলা আঞ্চলিক অফিস:
ইলিশ আহরণের ২২ দিনের নিষেধাজ্ঞার শেষ দিনে শরণখোলার মৎস্যপল্লী আবার সরব হয়ে উঠেছে। আজ মধ্য রাতের পরেই জেলেরা ছুঁটবেন সমুদ্রে। তারা তাদের ফিসিং বোটে জ্বালানি তেল, বরফ, প্রয়োজনীয় খাবার সামগ্রী সবই বোঝাই করে ফেলেছেন ।
জাতীয় মৎস্য সমিতির শরণখোলা উপজেলা শাখার সভাপতি মৎস্য ব্যবসায়ী মো. আবুল হোসেন জানান, শরণখোলার জেলে-মহাজনরা সরকারের ২২ দিনের নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন করেছে। নিষেধাজ্ঞার মধ্যে কোনো জেলে নদী-সাগরে যায়নি। দীর্ঘ অবসর সময় পরিবারের সঙ্গে কাটিয়ে মাঝি ও জেলেরা ফিরে এসেছেন মহাজনদের আঁড়তে। এ উপজেলায় সহ¯্রাধিক ফিশিং বোট রয়েছে। এসব বোট বুধবার রাত ১২টার পর থেকেই সাগরে ছুঁটতে শুরু করবে।
বাংলাদেশ ফিসিং ট্রলার মালিক সমিতির সহসভাপতি এম সাইফুল ইসলাম খোকন বলেন, অবরোধের সময়ে তাদের জেলেরা জাল, বোট মেরামত করে সাগরে যাবার উপযুক্ত করে রেখেছে।
শরণখোলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় বলেন, বুধবার মধ্য রাত থেকে মাছ শিকারের নিষেধাজ্ঞা উঠে যাবে। দেশের বিভিন্ন এলাকায় অবরোধের মধ্যে অসাধু জেলেদের ইলিশ শিকারের খবর পাওয়া গেলেও শরণখোলায় তার ব্যাতিক্রম। এখানকার কোনো জেলে নিষিদ্ধ সময়ে নদী-সাগরে জাল ফেলেনি। জেলে, মহাজনসহ সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগীতায় এবারের অবরোধ সফল হয়েছে।