ঈদের নাটক নিয়ে বিরক্ত মিলন

0
458

খুলনাটাইমস বিনোদন: ঈদের নাটক নিয়ে বেশ বিরক্তি প্রকাশ করলেন জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। এরইমধ্যে ঈদের জন্য কয়েকটি নাটকের শুটিং শেষ করেছেন তিনি। তবে এই নাটকগুলোর মধ্যে নেই কোনো বিশেষ চরিত্র। গতানুগতিক চরিত্রেই ঘুরে ফিরে তাকে অভিনয় করতে হয়েছে বলে জানান। তার ভাষ্য, ঈদের সময় চ্যানেলগুলোকে একটি নীতিমালার মধ্যে আসা দরকার। ঈদের পাঁচ দিনে তারা কয়টি নাটক প্রচার করবে। সেই অনুয়ায়ী নাটকগুলোতে বাজেট দিলে নির্মাতাদের বিশেষ কিছু করা সম্ভব হতো। এখন বছরের অন্য সময়ের মতো ঈদেও কাজ করে যাই।
আমি ছাড়াও প্রত্যেক শিল্পী ডজনের বেশি নাটকে কাজ করেন। সত্যি বলতে এত নাটক দর্শক দেখে না। শিল্পীরাও কাজ করে আনন্দ পান না। আমাদের কমেডি এবং প্রেম ভালোবাসার নাটক থেকে বের হয়ে আসতে হবে। এদিকে ঈদের নাটকের বাইরে এই অভিনেতার হাতে আছে কয়েকটি ধারাবাহিক নাটক। উল্লেখযোগ্য নাটকগুলো হলো- ‘মধ্যবর্তিনী’, ‘বকুলপুর’ ও ‘চিটিং মাস্টার’। গেল ঈদে মিলন ‘আব্বা উকিল ডাকবো’ শিরোনামের একটি নাটক নির্মাণ করেন। এটি দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলে। ঈদের পরে আবারও নাটক নির্মাণ করবেন বলে জানান তিনি।