ইসলামী আন্দোলনের মিছিলে পুলিশের বাধাঃ ১০ দফা স্মারকলিপি পেশ

0
435

নিজস্ব প্রতিবেদক, খুলনাটাইমসঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রেসিডেন্ট মুহাম্মদ আব্দুল হামিদের নিকট ১০ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেছে। মঙ্গলবার (১৬ অক্টোবর) সকালে ঢাকা বায়তুল মোকাররম হাউজ বিল্ডিংয়ের সামনের চত্ত্বরে অনুষ্ঠিত সমাবেশ শেষে মিছিল সহকারে প্রেসিডেন্টের বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হলে পুলিশ বাধা প্রদান করেন পরে চরমোনাই পীরের নির্দেশে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল প্রেসিডেন্টের কার্যালয়ে গিয়ে উর্ধ্বতন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিনের নিকট স্মারকলিপি হস্তান্তর করেন।

দলের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন, রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন, মাওলানা গাজী আতাউর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম, মাওলানা ইমতিয়াজ আলম, প্রিন্সিপাল শেখ ফজলে বারী মাসউদ।

স্মারকলিপির ১০ দফা দাবির মধ্যে রয়েছে, তফসিল ঘোষণার পূর্বে জাতীয় সংসদ ভেঙ্গে দেয়া। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন, বিতর্কিত নির্বাচন কমিশন বাতিল করে নতুন নির্বাচন কমিশন গঠন, তফসিল ঘোষণার পর থেকে নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের পূর্ব পর্যন্ত সশস্ত্রবাহিনী মোতায়েন এবং নির্বাচনের দিন সশস্ত্রবাহিনীর হাতে বিচারিক ক্ষমতা দেয়া, নির্বাচনী লেভেল প্লেন ফিল্ড তৈরি, গণমাধ্যমে সবাইকে সমান সুযোগ দেয়া, রাজনৈতিক দলের নেতা কর্মীদের বিরুদ্ধে হয়রানী বন্ধ, দুর্নীতিবাজদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা ও নির্বাচনে ইভিএম ব্যবহার বন্ধ রাখা।

স্মারকলিপি প্রদান পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে দলের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেন, দেশবাসী আর কোন তামাশার নির্বাচন মেনে নেবে না। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের বিল পাশ করে নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে সংসদ ভেঙ্গে দিয়ে একজন নিরপেক্ষ ও নির্দলীয় ব্যক্তির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। দলীয় আজ্ঞাবহ কমিশনের পদত্যাগ এবং নির্বাচনকালীন সরকারের অধীনে নিবন্ধিত সকল দলের মতামতের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। পীর সাহেব চরমোনাই বলেন, উল্লিখিত দাবিগুলো পুরণের এখতিয়ার প্রেসিডেন্টের। তাই জাতির অভিভাবক হিসেবে প্রেসিডেন্ট এ দাবিগুলো পুরণ করে জাতিকে সামনের একটি ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা করবেন।

পীর সাহেব বলেন, রাজনৈতিক নৈরাজ্য ও প্রতিহিংসার আগুন যেভাবে ধেয়ে আসছে, তা যদি নির্মূল করা না যায় তাহলে বিভিন্ন সংঘাতপূর্ণ দেশের মত আমাদের দেশেও গৃহযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। তার আলামতই দিন দিন প্রকট হচ্ছে। আর এ সুযোগে আমাদের দেশে বিদেশি সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী অপশক্তিসমূহ ঘাটি গেঢ়ে বসার সুবর্ণ সুযোগ পাবে। যার ফলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে। এ অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে কার্যকর উদ্যোগ প্রেসিডেন্টের নিকট দেশবাসী প্রত্যাশা করে। পীর সাহেব বলেন, এরপরও দাবি পুরণ না হলে কঠিন থেকে কঠিন কর্মসুচি দিয়ে দাবি আদায়ে সরকারকে বাধ্য করা হবে।

দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস ও মাদকমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠায় গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ, অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন, মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা ইমতিয়াজ আলম, প্রিন্সিপাল শেখ ফজলে বারী মাসউদ, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, কেএম আতিকুর রহমান, আলহাজ আব্দুর রহমান, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, শেখ ফজলুল করীম মারূফ, শায়খুল হাদীস মাওলানা মকবুল হোসাইন, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, আলহাজ্ব আলতাফ হোসেন, আলহাজ্ব আনোয়ার হোসেন, মাওলানা আরিফুল ইসলাম, নুরুল ইসলাম নাঈম, সৈয়দ ওমর ফারুক, মুফতী ফরিদুল ইসলাম, মাওলানা নাযির আহমদ শিবলী।