ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ৩৯৬

0
402

খুলনা টাইমস ডেস্ক :
ইরাক-ইরান সীমান্তে সাত দশমিক তিন মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৯৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শুধু ইরানেই মারা গেছে ৩৪১ জন। আহতের সংখ্যা ৬ হাজারের বেশি। অন্তত ৭০ হাজার মানুষের আশ্রয় দরকার বলে জানিয়েছে ইরানের ত্রাণ কর্তৃপক্ষ। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় রোববার রাত নয়টার পরে, ভূমিকম্পে কেঁপে ওঠে ইরাক-ইরান সীমান্ত। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগ জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল ইরানের সীমান্ত ঘেঁষা হালাবজার শহরের ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে, ভূপৃষ্ঠের ৩৪ কিলোমিটার গভীরে।

সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কেরমানশাহ প্রদেশ। বেশ কিছু গ্রাম ধ্বংস হয়েছে, অনেক জায়গায় দেখা দিয়েছে ভূমিধস। বিদ্যুৎ ও টেলিফোন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকায়।

দুর্গত এলাকায় ৩০টি উদ্ধার দল পাঠিয়েছে রেডক্রস। অনেক এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ।

ইরাকের কুর্দিস্তানের একটি টেলিভেশন অনুষ্ঠান চলাকালে ধরা পড়ে ভূকম্পনের চিত্র। এ সময় ভয়ে অনুষ্ঠান ছেড়ে যান আমন্ত্রিত অতিথি।

ভৌগলিক ভাবেই ভূমিক্ম্প প্রবণ দেশ ইরান। এর আগে ২০০৩ সালে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ঐতিহাসিক বাম শহর, প্রাণ হারায় ২৬ হাজার মানুষ। ২০১২ সালেও একই মাত্রার ভূমিকম্পে ইরানে ১৮০ জনের মৃত্যু হয়।