‘ইভিএম নয়, গ্রহণযোগ্য নির্বাচনের পদক্ষেপ নিন’ নগর বিএনপি

0
420

বিজ্ঞপ্তিঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার বন্ধ, অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পদক্ষেপ গ্রহণ, খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোট ডাকাতিতে সহায়তাকারী প্রশাসনিক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের নির্বাচনী তফশীল ঘোষণার আগে খুলনা থেকে অপসারণ এবং গণগ্রেফতার বন্ধের দাবি জানিয়েছে খুলনা মহানগন বিএনপি। শুক্রবার (২৬ অক্টোবর) দুপুরে নগরীর কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক এমপি কাজী সেকেন্দার আলী ডালিম, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, এ্যাড. বজলুর রহমান, জলিল খান কালাম, এ্যাড. এস আর ফারুক, শাহজালাল বাবলু, রেহানা আক্তার, স ম আব্দুর রহমান, জাহিদুল ইসলাম, ফখরুল আলম, অ্যাডভোকেট ফজলে হালিম লিটন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, মাহবুব কায়সার, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দীপু, মহিবুজ্জামান কচি, শফিকুল আলম তুহিন, আজিজুল হাসান দুলু, এ্যাড. গোলাম মাওলা, ইকবাল হোসেন খোকন, মাসুদ পারভেজ বাবু, কে এম হুমায়ুন কবির, হাসানুর রশিদ মিরাজ, শামসুজ্জামান চঞ্চল, মাহবুব হাসান পিয়ারু, কামরান হাসান, শরিফুল ইসলাম বাবু, হেলাল আহমেদ সুমন, নিয়াজ আহমেদ তুহিন, নাজিরউদ্দিন আহমেদ নান্নু, বদরুল আনাম খান, হাফিজুর রহমান মনি, জামিরুল ইসলাম, মীর কবির হোসেন, আফসারউদ্দিন মাস্টার, তরিকুল্লাহ খান, রবিউল ইসলাম রবি, আবু সাঈদ শেখ, জাহিদ কামাল টিটু, নাসির খান, ফরিদ আহমেদ মোল্লা, তৌহিদুল ইসলাম খোকন, মোস্তফা কামাল, বাচ্চু মীর, আব্দুল আলিম প্রমুখ।