ইউরোপীয় ইউনিয়নে গণহারে করোনার ভ্যাকসিন দেয়া শুরু

0
162

খুলনা টাইমস :

ইউরোপীয় ইউনিয়নের বেশিরভাগ দেশে প্রাপ্ত বয়স্কদের মধ্যে গণহারে করোনার ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে। রোববার থেকে এই ভ্যাকসিন প্রকল্প শুরু হয়েছে। ২০২১ সাল শেষ হওয়ার আগেই জোটটির ২৭ দেশের মোট ৪৫ কোটি প্রাপ্তবয়স্ককে ভ্যাকসিন প্রয়োগ করার লক্ষ্য নেয়া হয়েছে। বিভিন্ন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে করোনার ভ্যাকসিনের মোট ২শ কোটি ডোজের জন্য চুক্তি করেছে ইইউ’র দেশগুলো। বেলজিয়াম এবং লুক্সেমবার্গে আজ থেকে ভ্যাকসিন দেয়া হবে। ইউরোপে এখন পর্যন্ত ৩ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। আক্রান্ত এক কোটি ৪০ লাখের বেশি। সম্প্রতি যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরন শনাক্তের পর ইউরোপজুড়ে উদ্বেগ আরো বেড়েছে।