আশাশুনি সদর ইউনিয়নে ভ্রাম্যমান বাজার কার্যক্রমের উদ্বোধন

0
270

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার সদর ইউনিয়নে বাড়িতে বাড়িতে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী নিয়ে বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একযোগে ভ্যানে করে পণ্য সামগ্রী বাড়িতে বাড়িতে নিয়ে যাওয়ার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা।
করোনা ভাইরাস প্রতিরোধে মানুষকে বাড়ি থেকে বের না হয়ে হোম কোয়ারিনটাইন নিশ্চিত করার লক্ষ্যে তাদের নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রীর চাহিদা পুরনে ভ্রাম্যমান পণ্যবিক্রয় ভ্যান চালু করা হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় ইউনিয়নের সকল এলাকায় পৃথক পৃথক ভ্যানে করে মালামাল গ্রামে গ্রামে নিয়ে ন্যায্য মূল্যে বিক্রয় করা হচ্ছে। এর ফলে মানুষকে আর কাচামাল ও নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয়ের জন্য অহেতুক বাড়ি থেকে বের হতে হবেনা। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা (ট্যাগ অফিসার) শ্বশ্মান কুমার মন্ডল, ইউপি চেয়ারম্যান স.ম সেলিম রেজা মিলন, সহকারী মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আসাদুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান শাহিনুর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।