আশাশুনি ইউএনও’র বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট

0
378

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা বিভিন্ন বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেছেন। করোনা ভাইরাস প্রতিরোধের নিমিত্তে নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে উপজেলা নির্বাহী অফিসার আশাশুনি সদর ইউনিয়ন এবং বড়দল ইউনিয়নের গোয়ালডাংগা বাজার, কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন। সাথে সাথে সরকারি নির্দেশনা পালনে উদ্বুদ্ধ করন, সামাজিক দুরত্ব নিশ্চিতকরণ এবং জনসচেতনতা করা হয়। বড়দল ইউনিয়নে দেশের অভ্যন্তরে করোনা আক্রান্ত জেলা থেকে আগত ব্যক্তিরা হোম কোয়ারেন্টিনে আছে কিনা ও তাদের বাড়িতে লাল ফ্লাগ টানানো হয়েছে কি না তা মনিটরিং করা হয়, তাদের সচেতন করা হয়। এছাড়া ২১ পরিবারকে সরকারী ত্রাণের খাদ্যসামগ্রী বিতরণ করা হয় এবং শতভাগ হোম কোয়ারেন্টিন ও লাল ফ্লাগ টানানো নিশ্চিত করার জন্য গ্রাম পুলিশদের নির্দেশনা দেয়া হয়। সন্ধ্যা ৬ টার পর ঔষধের দোকান ব্যতীত সকল দোকান বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়। সামাজিক দুরত্ব না মানায় এক জনকে ২০০ টাকা জরিমানা করা হয়।