আশাশুনির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

0
1519

মইনুল ইসলাম, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি:
আশাশুনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২০১৮ সালের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ৬ষ্ঠ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধহাটা এন,এস মাধ্যমিক বালিকা বিদ্যালয়: বুধহাটা এন,এস, মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০১৮ সালের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ৬ষ্ঠ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় স্কুল হলরুম বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুধহাটা ইউপি চেয়ারম্যান আ,ব,ম মোছাদ্দেক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম। শিক্ষক আব্দুল ওয়াদুদ এর সঞ্চলনায় বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা তাঁতীলীগ সভাপতি এসএম সেলিম রেজা, শিক্ষক হাবিবুর রহমান, মেহেরুন, মর্জিনা প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এবছর বিদ্যালয়টি থেকে ১২জন শিক্ষার্থী এস এস সি পরীক্ষায় অংশ গ্রহন করবে।
কাদাকাটি আইডিয়াল মাধ্যমিক বালিকা বিদ্যালয়: কাদাকাটি আইডিয়াল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে রবিবার বেলা ১১ টায় বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি মোসলেম আলী মালী। অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক একলাছুর রহমান, বিদ্যোৎসাহী সদস্য আলহাজ্ব ডাঃ গাওছুল হক মোড়ল, সাবেক মেম্বর আঃ হান্নান সরদার,ভালুকা চাঁদপুর আদর্শ ডিগ্রী কলেজের প্রভাষক মকফুরুল হক পল্টু, শিক্ষক রবীন চন্দ্র প্রমূখ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক ইকরামুল হক। এবছর বিদ্যালয়টি থেকে ১৬ জন শিক্ষার্থী এস এস সি পরীক্ষায় অংশ গ্রহন করবে।
মিত্র তেঁতুলিয়া পি এস এস মাধ্যমিক বিদ্যালয়: মিত্র তেঁতুলিয়া পি এস এস মাধ্যমিক বিদ্যালয়ে রবিবার বেলা ১২ টায় বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি শাহ মোঃ গোলাম ইদ্রিস। অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আবু সাদেক, সহকারী শিক্ষক কিশোরী মোহন সরকার, ম্যানেজিং কমিটির সদস্য রফিকুল ইসলাম, নজরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। এবছর বিদ্যালয়টি থেকে ১১৭ জন শিক্ষার্থী এস এস সি পরীক্ষায় অংশ গ্রহন করবে।
মহিষাডাংগা মাধ্যমিক বিদ্যালয়: মহিষাডাংগা মাধ্যমিক বিদ্যালয়ে রবিবার বেলা ১০ টায় বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শংকর কুমার গাইন। অনুষ্ঠানে প্রভাষক রবীন্দ্রনাথ সরকার, সমীরণ সরকার, ক্রীড়া শিক্ষক দিপংকর মল্লিক, রাজাপুর ইউ বি আর মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক সুব্রত দাশ প্রমূখ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক চিত্তরঞ্জন রায়। বিদায়ী ছাত্র ছাত্রীদের পক্ষে বিদায়ী বাণী পাঠ করেন বিদায়ী ছাত্রী রিতা বিশ্বাস। সবশেষে বিদায়ী ছাত্র ছাত্রীরা ফুলের তোড়া দিয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্র ছাত্রীদের বরণ করে নেয়।
#