আশাশুনির বিভিন্ন গ্রামে বিদেশ ফেরতদের বাড়িতে প্রশাসনের লাল পতাকা

0
404

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে করোনা ভাইরাস প্রতিরোধ ও দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিরোধ মোবাইল কোর্ট পরিচালনা ও সচেতনতা সৃষ্টির কার্যক্রম অব্যাহত রয়েছে। সোমবার উপজেলা নির্বাহী অফিসার এ কার্যক্রম পরিচালনা করেন। করোনা ভাইরাস নিয়ন্ত্রনে রাখতে বিদেশ থেকে আগত ব্যক্তিদের হোম কোয়ানটাইনে রাখা নিশ্চিত করতে বিদেশ থেকে আগতদের বাড়িতে বাড়িতে গিয়ে কোর্ট পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা বিছট গ্রামে রবীন্দ্র নাথ, গোরালী গ্রামের আঃ ছাত্তার, হেতাইলবুনিয়া ও লক্ষ্মীখোলা গ্রামসহ বিভিন্ন গ্রামে গমন করে বিদেশ ফেরদের বাড়িতে লাল পতাকা উত্তোলন করে তাদের প্রতি সকলকে দৃষ্টি রাখতে পরামর্শ প্রদান করেন। তারা যাতে বাইরে না আশে সে ব্যাপারে বাড়ির লোকজনকেও সতর্ক করে দেওয়া হয়। কেউ বাইরে আসলে সাথে সাথে তাকে খবর দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।