আশাশুনিতে বজ্রপাতে মৎস্য ঘের শ্রমিকের মৃত্যু

0
408

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের চাপড়ায় বজ্রপাতে এক মৎস্য ঘের শ্রমিক মারা গেছে। শুক্রবার সকাল ১০ টার দিকে দক্ষিণ চাপড়া বিলে আরাফাতের মৎস্য ঘেরের পাশে এ ঘটনা ঘটে। বড়দল গ্রামের কবির সরদারের ছেলে জুয়েল হোসেন (২৪) বুধহাটা ইউনিয়নের মাদরা গ্রামে নানা আব্দুল খালেকের বাড়িতে বসবাস করেন। সেখানে থেকে তিনি বিভিন্ন মৎস্য ঘেরে বা বাড়িতে শ্রমিকের কাজ করেন। শুক্রবার সকালে তিনি দক্ষিণ চাপড়া গ্রামের রেজাউল ইসলাম মন্টুকে নিয়ে একই গ্রামের আঃ গফফারের পুত্র ঘের মালিক আরাফাত এর সাথে তার ঘেরে কাজ করতে যান। বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তারা পাশের গোয়ালঘরে আশ্রয় নেন। বৃষ্টি কমে গেলে জুয়েল হোসেন একা গোয়াল থেকে বের হলে অকস্মাৎ বজ্রপাতে তিনি মারা যান। তাকে দ্রুত আশাশুনি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎক মৃত্যু নিশ্চিত করেন।