আশাশুনিতে নবাগত ইউএনও মীর আলিফ রেজার যোগদান

0
401

মইনুল ইসলাম, আশাশুনি:
আশাশুনিতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মীর আলিফ রেজা যোগদান করেছেন। বুধবার তিনি বাগেরহাট জেলার শরণখোলা উপজেলা থেকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে প্রমোশন নিয়ে আশাশুনিতে যোগদান করেন। মীর আলিফ রেজা বরগুনা থেকে সহকারী কমিশনার হিসেবে বাগেরহাটের শরণখোলা উপজেলায় যোগদানের পর সেখানে অতিরিক্ত উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করেন। সেখান থেকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের পর পদোন্নতি পেয়ে মীর আলিফ রেজা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আশাশুনি উপজেলায় যোগদান করেন। তিনি ঝিনাইদহ জেলার শৈলকুপা গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ঝিনাইদহ জেলার শৈলকুপা পাইলট হাইস্কুল থেকে এস এস সি, শৈলকুপা কলেজ থেকে ¯œাতক, ঢাকা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (অনার্স), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং লন্ডল নথ আমব্রিয়া ইউনিভার্সিটি থেকে এমএসসি সম্পন্ন করেন। তিনি বিসিএস ৩১ নং ব্যাচে সফলতার সাথে উত্তীর্ণ হন। সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা আশাশুনি উপজেলাকে একটি মডেল উপজেলায় পরিণত করতে সকলের সহযোগী কামনা করেছেন।